গতকাল রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ফেনী-১ এর ছাগলনাইয়া উপজেলা সফর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি মির্জা আফরোজা আব্বাস।
বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছাগলনাইয়া উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী শতাধিক গাড়ির বহর নিয়ে ফেনী-কুমিল্লার সীমান্তবর্তী মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে মির্জা আফরোজা আব্বাসকে ফুল দিয়ে বরণ করে ছাগলনাইয়ায় নিয়ে আসেন।
ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর গ্রামে ওয়াদুদ ভূঁঞার বাঁশের কেল্লায় মির্জা আফরোজা আব্বাস নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জয়পুর গ্রামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুভপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ওয়াদুদ ভূঁঞা, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ সদস্যসচিব ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্যসচিব মো. আলমগীর, পৌর বিএনপির আহ্বায়ক ইউছুপ মজুমদার, সদস্যসচিব আবদুল লতিফসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে