মিরপুর টেস্টের প্রথম সেশনে পাকিস্তানের দুই ব্যাটারকে ফেরালেও দ্বিতীয় সেশনে উইকেটশূন্য থেকেছেন বাংলাদেশের বোলাররা। চা-বিরতির পর মাঠে নেমেছিল দুই দল। কিন্তু মেঘাচ্ছন্ন আকাশে আলোকস্বল্পতার কারণে তৃতীয় সেশনের খেলা শুরু করেননি আম্পায়াররা। পর্যাপ্ত আলো না থাকায় খেলা আপাতত বন্ধ আছে।
এর আগে চট্টগ্রাম টেস্টের ধারাবাহিকতা বজায় রেখে মিরপুরেও পাকিস্তানকে দারুণ শুরু এনে দিয়েছিলেন আবিদ আলী ও আবদুল্লাহ শফিক। তাঁদের জুটিটা আরও ভয়ংকর হয়ে ওঠার আগেই অবশ্য জোড়া আঘাত হানেন তাইজুল ইসলাম। পাকিস্তানের দুই ওপেনারকেই শিকার করে প্রথম সেশনে বাংলাদেশকে স্বস্তি এনে দেন এই বাঁহাতি স্পিনার।
কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পর আর কোনো উইকেট তুলে নিতে পারেননি বাংলাদেশি বোলাররা। সাবলীল ব্যাটিংয়ে পাকিস্তানকে এগিয়ে নিচ্ছেন অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ আজহার আলী।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেটে ১৬১ রান তুলে চা-বিরতিতে গেছে পাকিস্তান। দ্বিতীয় সেশনে সফরকারীরা ২৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে জমা করেছে আরও ৮৩ রান।
টেস্ট ক্যারিয়ারের ১৯তম ফিফটি তুলে নিয়ে ৬০ রানে অপরাজিত আছেন বাবর। ধৈর্যশীল ব্যাটিংয়ে তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছেন আজহার (৩৬ *)।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে