Alexa
শনিবার, ২২ জানুয়ারি ২০২২

সেকশন

epaper
 

অর্থবছরের প্রথম পাঁচ মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ২৩%

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ২০:৪৪

শুধু নভেম্বর মাসেই পোশাক রপ্তানি বেড়েছে ৩২ দশমিক ৩৪ শতাংশ। ছবি: সংগৃহীত চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি বেড়েছে ২২ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে শুধু নভেম্বর মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৩২ দশমিক ৩৪ শতাংশ। 

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য বলছে, গত ২০২০-২০২১ অর্থবছরের পাঁচ মাসের (জুলাই-নভেম্বর) তুলনায় চলতি অর্থবছরের পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) পোশাক রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে ২২ দশমিক ৯ শতাংশ। 

তবে চলতি বছরের নভেম্বর মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩২ দশমিক ৩৪ শতাংশ। এর মধ্যে নিটওয়্যার পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ৩৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং ওভেন পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ৩১ দশমিক ৪৮ শতাংশ। 

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের নভেম্বর মাসে ৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার সমমূল্যের পোশাক রপ্তানি হয়েছে। ২০২০ সালের একই মাসে রপ্তানির পরিমাণ ছিল ২ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। ফলে আলোচ্য সময়ে প্রবৃদ্ধি হয়েছে ৩২ দশমিক ৩৪ শতাংশ। তবে চলতি বছরের অক্টোবরে ৩ দশমিক ৫০ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে, যা নভেম্বরে ৩ দশমিক ২৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ফলে এক মাসের ব্যবধানে রপ্তানি কমেছে। 

এদিকে রপ্তানিকারকেরা বলছেন, গত তিন মাসের প্রবৃদ্ধির ধারা ইতিবাচক হলেও এটা স্থায়ী না-ও হতে পারে। তাঁদের মতে, কোভিডজনিত লকডাউন শিথিল করার কারণে বিগত মাসগুলোতে পোশাকের ব্যবহার ও চাহিদা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া পোশাকপণ্যের রপ্তানি প্রবৃদ্ধি হলেও তা মূলত কাঁচামালের মূল্যবৃদ্ধিজনিত ব্যয়কে সমন্বয় করেছে বলে মনে করছেন তাঁরা।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  মুড়িকাটা পেঁয়াজে কমছে দাম

  সাকিবের ব্যাংকের আবেদন বাতিল

  ৭০০ এজেন্ট ব্যাংকিং আউটলেট চালুর মাইলফলক অর্জন করল ব্র্যাক ব্যাংক

  ব্যাংককর্মীদের সর্বনিম্ন বেতন বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক

  আমদানিতে ব্যয় বাড়ল ২০ শতাংশ

  পরীক্ষা শুরুর ২ মিনিটেই প্রশ্ন ফাঁস, ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ১০ 

  স্ট্রিমিং ব্যবসায় বাদ যাবে না কোনো শিশু

  দেশ উন্নত হলে কারওয়ান বাজারের চেহারা পাল্টাবে: মেয়র আতিক

  ইভিএম বক্স বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে: গয়েশ্বর

  কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারে চাকরি

  ক্ষেতলালে বাসের চাপায় পিকআপের চালক নিহত