Alexa
শনিবার, ২০ আগস্ট ২০২২

সেকশন

epaper
 

জাতিসংঘের সদর দপ্তরের সামনে থাকা অস্ত্রধারীকে ৩ ঘণ্টার চেষ্টায় আটক

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ০৪:৪১

অস্ত্রধারী ব্যক্তি আটক। ছবি: টুইটার থেকে নেওয়া  জাতিসংঘের সদর দপ্তরের সামনে থাকা অস্ত্রধারী এক ব্যক্তিকে তিন ঘণ্টার চেষ্টায় আটক করেছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার তাঁকে ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরের সামনে থেকে আটক করা হয়। এর আগে অস্ত্রধারী ওই ব্যক্তি জাতিসংঘের সদর দপ্তরের সামনে অবস্থান করেন। সতর্কতার অংশ হিসেবে সদর দপ্তরের চারপাশের রাস্তা বন্ধ করে দেয় প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

নিউইয়র্ক পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, ওই ব্যক্তি এখন পুলিশের হেফাজতে রয়েছে। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি ভিডিওতে অস্ত্রধারী ওই ব্যক্তিকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে দেখা গেছে। 

আইন প্রয়োগকারী এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ওই ব্যক্তি ঘটনাস্থলেই জাতিসংঘকে দায়ী করে বিবৃতি দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, জাতিসংঘ বিশ্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। 

আটক অস্ত্রধারী ব্যক্তি ফুটপাতে বেশ কয়েকটি নোটবুক রেখে গেছেন। নোটবুকগুলো নিউইয়র্ক পুলিশ সংগ্রহ করেছে। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই অস্ত্রধারী ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। 

নিউইয়র্ক পুলিশের একজন মুখপাত্র বলেছেন, অস্ত্রধারী ওই ব্যক্তির বয়স ষাটের কাছাকাছি। 

নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেন, জাতিসংঘের সদর দপ্তরের সামনের প্রবেশপথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সশস্ত্র ওই ব্যক্তিকে ঘিরে রেখেছে পুলিশ। তিনি দীর্ঘ সময় ধরে অস্ত্র হাতে ফুটপাতে হাঁটাচলা করেন।      

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি দেওয়া হবে: পুতিন

  পরমাণুকেন্দ্র ধ্বংস করা হবে আত্মহত্যার শামিল: গুতেরেস

  যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে চান গোতাবায়া

  তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনার ঘোষণা যুক্তরাষ্ট্রের 

  পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের প্রতি জেলেনস্কির আহ্বান 

  সালমান রুশদি বেঁচে আছেন, শুনে বিস্মিত হামলাকারী 

  দক্ষিণখানে ওয়াশিং ফ্যাক্টরিতে বিস্ফোরণ, দগ্ধ ২ 

  তোপের মুখে মাদক পরীক্ষা করালেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

  জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি দেওয়া হবে: পুতিন

  তকদীর সিরিজের চেয়ে ভিন্ন কিছু বানাতে পেরেছি

  আষাঢ়ে নয়

  এ লড়াই এগিয়ে যাওয়ার