বাংলা চলচ্চিত্রে গত কয়েক বছরে যে কজন নতুন মুখ এসেছেন, তাঁদের মধ্যে জিয়াউল রোশান অন্যতম। ২০১৬ সালে ‘রক্ত’ দিয়ে যাত্রা শুরু করে এরই মধ্যে অভিনয় করেছেন ১৫টির বেশি ছবিতে।
অন্যদিকে রাজবাড়ীর মেয়ে প্রিয়মণি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। অনন্য মামুনের ‘কসাই’ হলে মুক্তি পাওয়া তাঁর প্রথম ছবি।
রোশান ও প্রিয়মণি জুটি হয়ে নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করবেন মাসুদ মহিউদ্দীন ও মাহমুদ হাসান শিকদার। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফজলুল হক আকাশ।
নির্মাতা মাসুদ মহিউদ্দীন বলেন, ‘ছবির নাম ও চিত্রনাট্য চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু চুক্তি হওয়ার আগে মনে হয়েছে নাম ও চিত্রনাট্যে কিছু পরিবর্তন দরকার। তাই নামটি পরিবর্তন করা হবে। যখন মহরত করা হবে, তখন নামটি জানিয়ে দেওয়া হবে।’
একজন সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি হবে ছবিটি। আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে। শুটিং হবে দোহার, জামালপুর, সাভার ও বান্দরবানে।
জিয়াউল রোশান বলেন, ‘এ নিয়ে বেঙ্গলের তিনটি ছবিতে কাজ করছি। খুবই ভালো লাগছে। দর্শক এখন ভালো গল্প দেখতে চান। বৈচিত্র্য চান। এ ছবিতে সেই ভিন্নতা পাওয়া যাবে।’
প্রিয়মণি বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম মালা। গল্পে তার একটা দারুণ জার্নি আছে। আশা করছি সবাই মিলে দর্শককে ভালো একটি ছবি উপহার দিতে পারব।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে