- একটা দেয়ালঘড়িতে যখন নয়টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে, তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?
- তুমি তোমার বাম হাত দিয়ে ধরে রাখতে পারো; কিন্তু কখনো ডান হাত দ্বারা তা ধরতে পারো না?
- ‘ক’ যদি ১ হয়, ‘খ’ যদি ২ হয়, ‘গ’ যদি ৩ হয় এবং ‘ঘ’ যদি ৬ হয় তাহলে ‘ঙ’-এর মান কত?
- একটি সরলরেখার কয়টি বিন্দু?
- ১৫ দিন আগে নুহা বলেছিল তার জন্মদিন আগামীকাল। আজ ১৬ তারিখ হলে তার জন্মদিন কত তারিখ?
- তোমার এমন কি একটা জিনিস আছে, যা কখনো তোমাকে ছেড়ে যাবে না?
- তোমার টেবিলের ওপর ছয়টি বড় বাক্স আছে। চতুর্থটি খালি। বাকি সব কটির মধ্যে পাঁচটি করে ছোট বাক্স আছে। তাহলে তোমার টেবিলের ওপর মোট কতটি বাক্স আছে?
- মনে করো, তোমার দেয়ালঘড়িতে এখন সমান ৩টা বাজে। ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ বিদ্যমান?
- চার কেজি পাথর অথবা চার কেজি তুলা, কোনটি বহন করতে বেশি কষ্ট করতে হবে?
উত্তরমালা:
১. উত্তরদিক
২. ডান হাত
৩. ১২
৪. ২টি
৫. ২ তারিখ
৬. তোমার ছায়া
৭. ২৬টি
৮. ৯০°
৯. সমান কষ্ট হবে। কারণ, দুটোর ওজনই সমান
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে