Alexa
শনিবার, ২০ আগস্ট ২০২২

সেকশন

epaper
 

নভেম্বরে আগের বছরের তুলনায় রেমিট্যান্সপ্রবাহ কমেছে ২৫%

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২২:৪৩

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সদ্য সমাপ্ত নভেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১৫৫ কোটি ৩৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সদ্য সমাপ্ত নভেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১৫৫ কোটি ৩৭ লাখ (১ দশমিক ৫৫ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি গত বছরের একই সময়ের চেয়ে ৫২ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ২৫ শতাংশ কম।

গত বছরের নভেম্বর মাসে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ২০৭ কোটি ৮৭ লাখ ডলার। এ হিসাবে এ বছরের নভেম্বরে আগের বছরের তুলনায় রেমিট্যান্স এসেছে ৫২ কোটি ৫০ লাখ ডলার বা ২৫ দশমিক ২৫ শতাংশ কম।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নভেম্বরে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ গত ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের মে মাসের দেশে সর্বনিম্ন ১৫০ কোটি ডলার রেমিট্যান্স আসে। এ ছাড়া মহামারি করোনা পরিস্থিতির মধ্যেও উচ্চ প্রবাহের ধারায় থাকা রেমিট্যান্স গত ছয় মাস ধরেই নিম্নমুখী।

প্রতিবেদনে জানানো হয়, ২০২১-২২ অর্থবছরের জুলাই-নভেম্বর—এই পাঁচ মাসে দেশে ৮৬০ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২২৮ কোটি ৫২ লাখ ডলার (প্রায় ২১ শতাংশ) কম। ২০২০-২১ অর্থবছরে প্রথম পাঁচ মাসে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৮৯ কোটি ৪১ লাখ ডলার।

এ ছাড়া ২০২০-২১ অর্থবছরের প্রায় পুরো সময় রেমিট্যান্সের উচ্চ প্রবাহ বজায় থাকায় রেকর্ড ২ হাজার ৪৭৮ কোটি ডলার রেমিট্যান্স দেশে আসে, যা তার আগের অর্থবছর (২০১৯-২০) এর চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি ছিল। গত অর্থবছরের ১২ মাসের মধ্যে সাত মাসের প্রতি মাসে ২০০ কোটি ডলারের ওপরে রেমিট্যান্স দেশে এসেছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, নভেম্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ৩০ কোটি ৯৪ লাখ ডলার। বিশেষায়িত দুটি ব্যাংকের মধ্যে একটির মাধ্যমে ৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আর বেসরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এ মাসে ১২০ কোটি ৬৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৭৪ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  ডলার কারসাজির অভিযোগে ৬ ব্যাংকের এমডিকে শোকজ, নজরে আরও ১২টি

  সাত দিনে রেমিট্যান্স এসেছে ৫ হাজার ২২৫ কোটি টাকা

  ডলার কারসাজি: স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্র্যাক, ডাচ্‌-বাংলা, সিটি, সাউথইস্ট ও প্রাইম ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণের নির্দেশ

  ১০ দুর্বল ব্যাংক চিহ্নিত, তবে নাম বলতে চান না গভর্নর

  অনিয়মের দায়ে ৩ ডলার ব্যবসায়ীর সনদ স্থগিত

  ডলারে আমানত রাখলে মিলবে ৪-৫% সুদ: বাংলাদেশ ব্যাংক

  দক্ষিণখানে ওয়াশিং ফ্যাক্টরিতে বিস্ফোরণ, দগ্ধ ২ 

  তোপের মুখে মাদক পরীক্ষা করালেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

  জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি দেওয়া হবে: পুতিন

  তকদীর সিরিজের চেয়ে ভিন্ন কিছু বানাতে পেরেছি

  আষাঢ়ে নয়

  এ লড়াই এগিয়ে যাওয়ার