Alexa
বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২

সেকশন

epaper
 

রংপুরে করদাতা ও কর আদায় বেড়েছে

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩:০৯

রংপুরে করদাতা ও কর আদায় বেড়েছে রংপুর কর অঞ্চলে করদাতার সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। এ বছর করমেলা উপলক্ষে ৮৫ হাজার করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। যা গত বছরের তুলনায় ৭ হাজার বেশি। এ বছর ৫ কোটি টাকার বেশি কর আদায় হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে রংপুর কর ভবন চত্বরে জাতীয় আয়কর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সব তথ্য জানা যায়।

করোনা ভাইরাসের কারণে গত বছরের মতো এবারও আয়োজন করা হয়নি আয়কর মেলা। তবে মেলার বিকল্প হিসেবে গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর সেবা প্রদানের সুযোগ রাখে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন বলেন, গত বছরের তুলনায় করদাতা ও আয়কর উভয়েই বেড়েছে। গত নভেম্বরের ২৯ দিনে ৭৮ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছিলেন। আয়কর আদায় হয়েছিল ২৩ কোটি টাকা। এ বছর একই সময়ে তা বেড়ে ২৮ কোটি হয়েছে। রংপুর অঞ্চলে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রংপুর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মঞ্জুর আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুম খান প্রমুখ।

এর আগে সকালে কর ভবন চত্বরে বেলুন উড়িয়ে আয়কর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একটি শোভাযাত্রা বের করা হয়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  ৮-১০ ঘণ্টাই থাকে না বিদ্যুৎ

  পিয়ন ছাড়া কেউ নেই অপেক্ষায় সেবাপ্রার্থী

  এখন ব্যস্ততা কামারদের

  সড়কের বুকে ভয়ংকর ক্ষত

  ঘন ঘন লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

  ‘নতুন কাপড় তো দূরের কথা, পুরান সবই গেছে নষ্ট অইয়া’

  বিএম ডিপো থেকে পণ্যভর্তি অক্ষত কনটেইনার সরানো শুরু

  পতেঙ্গা কনটেইনার টার্মিনাল চালু হচ্ছে এ মাসেই

  কিশোরী নেতৃত্ব এবং কর্মশালাবিষয়ক সেমিনার

  পুলিশের গুলিতে নিহত জেল্যান্ড ওয়াকারের মরদেহে পরানো হয়েছিল হাতকড়া

  পাবনায় স্বামীর বিরুদ্ধে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ

  সিলেটে ব্লগার অনন্ত হত্যা: বেঙ্গালুরুতে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফয়সাল