রংপুর কর অঞ্চলে করদাতার সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। এ বছর করমেলা উপলক্ষে ৮৫ হাজার করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। যা গত বছরের তুলনায় ৭ হাজার বেশি। এ বছর ৫ কোটি টাকার বেশি কর আদায় হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে রংপুর কর ভবন চত্বরে জাতীয় আয়কর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সব তথ্য জানা যায়।
করোনা ভাইরাসের কারণে গত বছরের মতো এবারও আয়োজন করা হয়নি আয়কর মেলা। তবে মেলার বিকল্প হিসেবে গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর সেবা প্রদানের সুযোগ রাখে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন বলেন, গত বছরের তুলনায় করদাতা ও আয়কর উভয়েই বেড়েছে। গত নভেম্বরের ২৯ দিনে ৭৮ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছিলেন। আয়কর আদায় হয়েছিল ২৩ কোটি টাকা। এ বছর একই সময়ে তা বেড়ে ২৮ কোটি হয়েছে। রংপুর অঞ্চলে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রংপুর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মঞ্জুর আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুম খান প্রমুখ।
এর আগে সকালে কর ভবন চত্বরে বেলুন উড়িয়ে আয়কর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একটি শোভাযাত্রা বের করা হয়।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে