Alexa
শনিবার, ২২ জানুয়ারি ২০২২

সেকশন

epaper
 

পরের ব্যালন ডি’অর বেনজেমার হাতে দেখছেন রিয়াল কোচ

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২৩:২৭

আনচেলত্তির অধীনে দারুণ ছন্দে আছেন বেনজেমা। ছবি: সংগৃহীত দারুণ ছন্দে আছেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। সাম্প্রতিক সময়ে ম্যাচের পর ম্যাচে গোল করে যাচ্ছেন এই ফরাসি তারকা। ব্যালন ডি’অরে জয়ের সম্ভাব্য তালিকায় শোনা যাচ্ছিল তাঁর নামও। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার জেতা হয়নি বেনজেমার। চার নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। তবে এবার না হলেও আগামীবার বেনজেমার হাতে ব্যালন ডি’অর দেখছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। 

এখন পর্যন্ত লা লিগায় ১১ গোল করে সবার ওপরে আছেন বেনজেমা। সম্ভাবনা আছে পিচিচি জয়েরও। এই ছন্দ ধরে রাখতে পারলে ব্যালন ডি’অরও অসম্ভব মনে করছেন না তাঁর কোচ আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘বেনজেমা দারুণ একটি মৌসুম কাটিয়েছিল। সে চার নম্বরে আছে, এখন আগামীবার প্রথম হওয়ার জন্য আরও উজ্জীবিত হয়ে খেলবে সে।’ 

পুরস্কার না পেয়ে বেনজেমা হতাশ নন জানিয়ে আনচেলত্তি বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ পুরস্কার, তবে শেষ পর্যন্ত এটা ব্যক্তিগত পুরস্কারই। এই পুরস্কার না পেয়ে বেনজেমা হাহুতাশ করছে না।’ 

তবে মেসির জেতাকেও প্রশ্নবিদ্ধ করতে চান না আচনেলত্তি, ‘আমরা সিদ্ধান্তকে সম্মান করছি। মেসি জিতেছে, সে দারুণ এক খেলোয়াড়। একজন খেলোয়াড়ের জন্য ব্যক্তিগত পুরস্কারের গুরুত্ব আছে। এই পুরস্কার তাদের অনুপ্রাণিত করে।’ 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  অবশেষে কিংবদন্তির মেলায় যাচ্ছেন রফিক ও সুমন

  আইপিএলের নিলামে সাকিব-মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি

  বিশ্বকাপের ফাইনাল খেলবে ইংল্যান্ড, ভনের ভবিষ্যদ্বাণী

  গাম্বিয়ায় সাফল্য পাচ্ছেন বাংলাদেশের সাবেক কোচ 

  ঢাকার রানপাহাড় ডিঙিয়ে খুলনার উচ্ছ্বাস

  দেশ উন্নত হলে কারওয়ান বাজারের চেহারা পাল্টাবে: মেয়র আতিক

  ইভিএম বক্স বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে: গয়েশ্বর

  কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারে চাকরি

  ক্ষেতলালে বাসের চাপায় পিকআপের চালক নিহত

  আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

  সিপিবি ময়মনসিংহের নতুন কমিটিতে সভাপতি মিল্লাত, সাধারণ সম্পাদক বাহার