করোনা মহামারির কারণে সরকারি চাকরিজীবীদের চলতি বছরের গোপনীয় অনুবেদন (এসিআর) দাখিল করতে স্বাস্থ্য প্রতিবেদন লাগবে না। স্বাস্থ্য প্রতিবেদন ছাড়াই এসিআর দাখিলের অনুমোদন দিয়ে আজ রোববার অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সেখানে বলা হয়েছে, বিরাজমান কোভিড-১৯ মহামারির প্রকোপ বর্তমানে কিছুটা কম হলেও আসন্ন শীত মৌসুমে তা আবারও বাড়তে পারে বলে ভিন্ন সংবাদমাধ্যমে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বিদ্যমান এ পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে গোপনীয় অনুবেদনে নির্ধারিত হাসপাতাল থেকে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণ ঝুঁকিপূর্ণ।
কোভিড-১৯ চিকিৎসা ও টিকাদান কার্যক্রম চলমান থাকায় হাসপাতালে অতিরিক্ত ভিড় এড়ানো ও সংক্রমণের ঝুঁকি বিবেচনা করে ২০২১ সালের বার্ষিক বা আংশিক গোপনীয় অনুবেদন ফরম দাখিলে কর্মকর্তাদের স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সরকারি কর্মকর্তাদের নিয়ন্ত্রণকারী ঊর্ধ্বতন কর্মকর্তা পঞ্জিকাবর্ষে অধীনস্থদের কাজের মূল্যায়ন করেন, সরকারি ভাষায় যাকে বার্ষিক গোপনীয় অনুবেদন বা এসিআর বলা হয়। এসিআর দাখিলের সময় কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনও জমা দিতে হয়।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে