Alexa
শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২

সেকশন

epaper
 

অধ্যক্ষের পরামর্শ

তোমরাই সফল হবে

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭:০৬

সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আসছে ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আশা করছি, তোমরা ভালো পরীক্ষা দেবে। চলমান সংকট মাথায় রেখে সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। আবশ্যিক বিষয়গুলো নেই। একই কারণে পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্নের ধারায় একটা সরলীকরণের চিন্তাও থাকছে। অতএব, নিশ্চিন্ত থাকো, তোমাদের পরীক্ষা ভালো হবে।

এখন করোনা সংক্রমণ বেশ নিয়ন্ত্রণে আছে। নিরবচ্ছিন্ন পাঠ চালিয়ে যাওয়ার মতো কয়েকটা দিনও হাতে পেয়েছ। পাঠ চলতে থাকুক। সেই সঙ্গে যেটা বেশি জরুরি তা হলো, তোমাদের মানসিক দৃঢ়তা ও নিরুদ্বেগ থাকা। এই মানসিক অবস্থাই তোমাদের জন্য সফলতা নিয়ে আসতে পারে। এখন সামনের পরীক্ষার জন্য কী কী করণীয় তা-ও ভাবতে সহজ হবে। শারীরিক সুস্থতা বজায় রেখে পাঠ প্রস্তুতি চালিয়ে যাও, বিষয় শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখতে পারো।

অভিভাবকদের উদ্দেশে বলছি, এ বছর করোনা পরিস্থিতির মধ্যেই এইচএসসি পরীক্ষা হচ্ছে। দেড় বছর শিক্ষার্থীরা শ্রেণিপাঠ থেকে বিচ্ছিন্ন ছিল। করোনার ভয়, ভবিষ্যতের অনিশ্চয়তার দুর্ভাবনা পরীক্ষার্থীদের অবশ্যই মানসিকভাবে দুর্বল করেছে। তাই পরীক্ষার্থীদের প্রতি সহনশীল হবেন, ওদের সঙ্গে যথাসম্ভব কোমল আচরণ করবেন। উপদেশ, উৎসাহ দিয়ে পাঠে আগ্রহী করবেন। আশা দেবেন, নিরাশ করবেন না, স্নেহ করবেন, শাসন নয়। তারা নানা দুশ্চিন্তায় ক্ষতবিক্ষত; স্নেহ-মমতা তাদের প্রাপ্য।

প্রিয় পরীক্ষার্থীরা, জীবন সব সময়  সরলরেখায় চলে না, কখনো কখনো তা বাধাগ্রস্ত হয়। করোনাকাল তোমাদের জীবনে সে রকমই। তাতে কী আসে-যায়। এবার স্থির হও। পরীক্ষার প্রতি মনোযোগী হও। তোমাদের সফলতা কামনা করছি।

অধ্যক্ষ, অধ্যক্ষ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
অধ্যক্ষ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
প্রতিষ্ঠাতা, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, যাত্রাবাড়ী, ঢাকা।অধ্যক্ষ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
প্রতিষ্ঠাতা, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, যাত্রাবাড়ী, ঢাকা।অধ্যক্ষ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
প্রতিষ্ঠাতা, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, যাত্রাবাড়ী, ঢাকা।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  দোয়া সফলতার হাতিয়ার

  ফ্যাশনেবল ফিউশন

  নিরাপদ অভিবাসন নিয়ে কর্মশালা

  ঘাটাইলে গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ইটভাটা

  জরাজীর্ণ টিনের ঘরে ৩৮ বছর পাঠদান

  ৫ ইউপিতে আওয়ামী লীগের ৭ বিদ্রোহী

  ‘বাহে এবার জারোত থাকি মুই বাঁচিম বাবা’

  গৃহযুদ্ধের কিনারায় যুক্তরাষ্ট্র!

  দক্ষিণখানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণার অভিযোগে মেম্বর প্রার্থী গ্রেপ্তার 

  দক্ষিণখানে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  রাবিতে সশরীরেই চলবে ক্লাস-পরীক্ষা