মানবিক অবস্থার অবনতি হওয়ায় আফগানিস্তানে বিভিন্ন ধরনের মাদকের চোরাচালান বেড়েছে জানিয়ে গত শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত, রাশিয়া ও চীন। এক ভার্চুয়াল বৈঠক শেষে দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
এতে বলা হয়, এ অঞ্চলে আফগানিস্তানের আফিম ও মেথামফেটামিনের চোরাচালান সম্প্রতি বেড়েছে। এটা আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য হুমকি। এ কারবার থেকে দেশটির সন্ত্রাসী গোষ্ঠীগুলো অর্থ সংগ্রহ করছে।
আগস্টে পশ্চিমা সহায়তাপুষ্ট আশরাফ গানি সরকারের পতন এবং তালেবান ক্ষমতা নেওয়ার পর আন্তর্জাতিক কর্তৃপক্ষগুলো হঠাৎ দেশটির বিভিন্ন তহবিল আটকে দেয়। যুক্তরাষ্ট্রে দেশটির ৯০০ কোটি ডলারের বেশি সম্পদ আটকে আছে। এতে করে দেশটির মানবিক পরিস্থিতির আরও খারাপ হয়েছে।
এ অবস্থায় সেখানে মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে আন্তর্জাতিক মহলকে এবং আফগানবিষয়ক জাতিসংঘের প্রস্তাব মেনে চলতে তালেবানের আহ্বান জানানো হয়েছে তিন দেশের যৌথ বিবৃতিতে। এতে বলা হয়, আফগানিস্তানের মানবিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। এ অবস্থায় আন্তর্জাতিক পক্ষগুলোর উচিত, সেখানে মানবিক কার্যক্রম অব্যাহত রাখা। তা ছাড়া এ অঞ্চলে মাদকের চোরাচালান বন্ধে দেশ তিনটি যৌথভাবে কাজ করবে বলেও ঘোষণা দিয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে