ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক মো. খায়রুল আলম রফিককে খালাস দিয়েছেন আদালত। গত মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহা. বজলুর রহমান এই রায় ঘোষণা করেন। এর আগে এই দিন মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
সাংবাদিক খায়রুল আলম রফিক স্থানীয় দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি দৈনিক আমাদের কণ্ঠের ক্রাইম চিফ হিসেবে কর্মরত আছেন। ২০১৮ সালের ডিসেম্বরে খাইরুল আলমকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের প্রকাশক ড. মো. ইদ্রিস খান।
পরে গত বছর ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে বদলি করা হয়। সেখান থেকে পুনরায় মামলাটি ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে বদলি হয়ে আসে। মামলাটি পর্যালোচনা ও সাক্ষ্যগ্রহণ শেষে খাইরুল আলম রফিক নির্দোষ প্রমাণিত হওয়ায় তাঁকে খালাস দেন আদালত।
মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ খায়ের।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে