বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় রোয়াংছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। গতকাল সোমবার কলেজ প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠান হয়। প্রভাষক উহাইসিং মারমার সঞ্চালনায় রোয়াংছড়ি কলেজ অধ্যক্ষ জেনী রোয়ালথাং লিয়ান বুইতিংয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও রোয়াংছড়ি কলেজের পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা।
বিদায় অনুষ্ঠানে রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বুইতিং জানান এবার এইচএসসি পরীক্ষার্থীর মানবিক বিভাগে ৫৮ জন ও বাণিজ্য বিভাগে ৯ জনসহ মোট ৬৭ জন কে বিদায় দেওয়া হচ্ছে। একই সঙ্গে ২০২০-২০২১ শিক্ষা বর্ষের মানবিক বিভাগে ৮০ জন ও বাণিজ্য বিভাগে ৮ জনসহ মোট ৮৮ জন শিক্ষার্থীকে বরণ করা হয়েছে।
রোয়াংছড়ি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা বলেন, রোয়াংছড়িতে একটি মাত্র কলেজ রয়েছে। অন্যান্য কলেজের চেয়ে এ শিক্ষাপ্রতিষ্ঠানের মান বাড়ানো হয়েছে। ছাত্রীদের জন্য হোস্টেল ব্যবস্থা রয়েছে। দক্ষ প্রভাষক নিয়োগ দেওয়া হয়েছে। তাই প্রত্যক বছরে এ কলেজে পাশর হার বেশি।
এ সময়ে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষকগণ, কর্মচারীবৃন্দ, অধ্যয়নরত শিক্ষার্থী বৃন্দসহ প্রমুখ।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে