অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি তাঁর বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা না হলে সরকার পতনের আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক। তাঁকে মুক্তি দেওয়া হোক। তা না হলে সরকারকে তাদের পতনের আন্দোলন মোকাবিলা করতে হবে।'
খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তাঁর বাইরে চিকিৎসা করা অত্যন্ত জরুরি চিকিৎসকেরা বলছেন। কিন্তু অনুমতি পাওয়া যাচ্ছে না। সেই সুযোগও পাওয়া যাচ্ছে না।'
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে