টাঙ্গাইল জেলার গোপালপুর পৌরসভার পুরাতন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৫ জুন শনিবার সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ওসি বলেন, সকাল আটটার দিকে আগুন লেগেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ওসি হাসান আল মামুন।
আজকের পত্রিকা/এমএআরএস