Alexa
সোমবার, ২৯ নভেম্বর ২০২১

সেকশন

 

ঢাকাসহ পাঁচ বিভাগ মৃত্যু শূন্য, শনাক্ত ১.৮০%

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৭:২২

 করোনায় একদিনে ৬ জনের মৃত্যু  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৬৮ জন। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে গতকাল ৭ জনের মৃত্যু এবং ৪৬৯ জন রোগী শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

জুনের শেষ থেকে আগস্টের শেষ পর্যন্ত টানা দৈনিক মৃত্যু ১০০-এর ওপরে ছিল। এমনকি কোনো কোনো দিন মৃত্যু ২০০ ছাড়িয়ে গেছে। ১০ ও ৫ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৩২টি সক্রিয় ল্যাবে ২০ হাজার ৩৯৩টি নমুনা পরীক্ষা করলে ৩৬৮টিতে করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ।

যেখানে গতকাল ৮৩২টি সক্রিয় ল্যাবে ২১ হাজার ৩০৮টি নমুনা পরীক্ষা করলে ৪৬৯টিতে করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ২ দশমিক ২০ শতাংশ।

এদিকে চট্টগ্রাম বিভাগে গত এক দিনে ৩ জনের মৃত্যু হয়েছে। আর রাজশাহীতে ২ জন, খুলনায় ১ জন। এ সময় ঢাকা, রংপুর, রাজশাহী, বরিশাল, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

এক দিনে করোনায় মৃত ৬ জনের মধ্যে ৫ জন সরকারি হাসপাতালে এবং বেসরকারি হাসপাতালে একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪ আর নারী ২ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৪৮১ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯ জন। যেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জন। আর মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৯১ জন করোনা রোগীর।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

  করোনায় মৃত্যু ৩, শনাক্ত ২০৫

  দেশের সব প্রবেশপথে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কবার্তা

  ধুনটে ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

  দেশে তামাক কোম্পানির হস্তক্ষেপ বেড়েছে

  ডিএসইতে সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

  চলতি বছরে ঢাকার সড়কে প্রাণ ঝরেছে ১১৯টি

  নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় আরও একজনের মৃত্যু  

  উত্তরখানে ফায়ার সার্ভিস স্টেশন ও পুলিশ ক্যাম্প তৈরির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর