Alexa
বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১

সেকশন

 

কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় নয় সেনা নিহত

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০২:৩৩

সেনাবাহিনীর অন্তত ৯ সদস্যের প্রাণহানি ঘটেছে। ছবি: রয়টার্স ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গিয়ে গত ৪৮ ঘণ্টায় দেশটির সেনাবাহিনীর অন্তত ৯ সদস্য নিহত হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে পুঞ্চ জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে নিখোঁজ হওয়া দুই সেনার মরদেহ উদ্ধার করেছে দেশটির সামরিক বাহিনী।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসীদের সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধের সময় নিখোঁজ হওয়া একজন জুনিয়র কমিশন্ড অফিসারসহ (জেসিও) দুই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। সন্ত্রাসীরা আত্মগোপনে রয়েছেন সন্দেহে ওই এলাকার ভারী বনাঞ্চলে সেনা সদস্যরা চিরুনি অভিযান শুরু করে। অভিযান শুরুর ৪৮ ঘণ্টা পর সেখান থেকে ওই দুই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

দেশটির সেনাবাহিনীর সূত্র বলছে, বৃহস্পতিবার পুঞ্চ জেলায় সেনাবাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ব্যাপক গুলিবর্ষণের কবলে পড়ার পর থেকে নিখোঁজ ছিলেন ওই জেসিও ও অন্য সেনা সদস্য। একই এলাকায় অভিযানের সময় পাঁচ সেনা সদস্য নিহত হওয়ার চার দিন পর পুঞ্চ-রাজৌরির বনাঞ্চলে যোগাম্বর সিং এবং বিক্রম সিং নেগি নামে আরও দুই সেনার প্রাণহানি ঘটে।

এনডিটিভি বলছে, এ নিয়ে জম্মু-কাশ্মীরের এই জেলায় চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে দেশটির ৯ সেনার প্রাণ গেছে। এখন পর্যন্ত জম্মু-কাশ্মীরে একক বন্দুকযুদ্ধে প্রাণহানির এই সংখ্যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ। তবে কাশ্মীরে চলমান এই অভিযানে এখন পর্যন্ত কতজন বেসামরিক এবং সন্ত্রাসীর প্রাণ গেছে সে বিষয়ে কিছু জানায়নি ভারতীয় এই সংবাদমাধ্যম।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

  সেনাপতি বিপিন ভারতের কী ছিলেন

  হেলিকপ্টার বিধ্বস্তের পর পানি খেতে চেয়েছিলেন বিপিন রাওয়াত 

  বিপিন রাওয়াতের হেলিকপ্টার বিধ্বস্তের আগমুহূর্তের ভিডিও প্রকাশ 

  বিপিন রাওয়াতের শেষকৃত্য শুক্রবার

  চাটমোহরে ৪ জয়িতাকে সম্মাননা প্রদান

  প্রিয় বালিশ নিয়েই দেশে ফিরলেন রিজওয়ান

  হেডের সেঞ্চুরিতে বড় লিড অস্ট্রেলিয়ার

  শিবচরে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ 

  খালেদার চিকিৎসা নিয়ে আইন মন্ত্রণালয় থেকে কোনো ইঙ্গিত আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

  আলালকে ক্ষমা চাইতে বললেন কাদের