Alexa
বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১

সেকশন

 

করোনায় আরও ১৪ মৃত্যু, শনাক্তের হার ২.৩৬%

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭:২৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪৮১ জন। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে গতকাল ২০ জনের মৃত্যু এবং ৪১৫ জন রোগী শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 

এর আগে জুনের শেষ থেকে আগস্টের শেষ নাগাদ পর্যন্ত টানা দৈনিক মৃত্যু ১০০-এর ওপরে ছিল। এমনকি কোনো কোনো দিন মৃত্যু ২০০ ছাড়িয়ে গেছে। ১০ ও ৫ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮২১টি সক্রিয় ল্যাবে ২০ হাজার ৩৫৫টি নমুনা পরীক্ষা করলে ৪৮১ টিতে করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ২ দশমিক ৩৬ শতাংশ। 

যেখানে গতকাল ৮২১টি সক্রিয় ল্যাবে ১৬ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করলে ৪১৫টিতে করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ছিল ২ দশমিক ৪৫ শতাংশ। 

সর্বশেষ ২১ ফেব্রুয়ারি শনাক্তের হার ২ শতাংশে নেমেছিল। এরপর ক্রমেই বেড়েছে। এপ্রিল-মে মাসে কিছুটা কমলেও পরের মাসগুলোতে টানা ঊর্ধ্বমুখী ছিল। জুলাই মাসে চূড়ায় ওঠে। আগস্টের শুরু থেকে ক্রমান্বয়ে শনাক্তের হার কমতে শুরু করে। 

ঢাকা বিভাগে গত এক দিনে ৭ জনের মৃত্যু হয়েছে। আর চট্টগ্রাম বিভাগে ১ জন, রাজশাহীতে ২, খুলনায় ১, বরিশালে ১, সিলেটে ১ এবং ময়মনসিংহ বিভাগে একজন করোনা রোগী মারা গেছেন। এ সময় রংপুর বিভাগে কারও মৃত্যু হয়নি। 

এক দিনে করোনায় মৃত ১৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১০ জন, বেসরকারি হাসপাতালে ৩ জন এবং বাসায় একজনের মৃত্যু হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩ আর নারী ১১ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১-৮০ বছর বয়সী ১ জন, ৬১-৭০ বছর বয়সী ৭ জন, ৫১-৬০ বছর বয়সী ৩ জন, ৪১-৫০ বছর বয়সী ১,৩১-৪০ বছর বয়সী ১ জন এবং ১১-২০ বছর বয়সী ১ জন কোভিড রোগী এই সময়ে মারা গেছেন। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৬৯৯ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৫ লাখ ২৩ হাজার ৮৩৩ জন। যেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জন। আর মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৮৮ জন করোনা রোগীর। 

 ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত রোগী শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নোভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  পঠিতআলোচিতসর্বশেষ

  এলাকার খবর

  ওমিক্রনের পরিস্থিতি খারাপের দিকে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে: শিক্ষামন্ত্রী

  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার্থীদের সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

  চুক্তির আরও ৪৫ লাখ টিকা দিল ভারত

  ‘কিছুদিন পরে আসেন’, দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী

  বাবার কবরে চিরনিদ্রায় অধ্যাপক রফিকুল ইসলাম

  যেখানে সবার ওপরে বার্সেলোনা

  এখনই জাতিসংঘে দেখা যাবে না তালেবান-মিয়ানমারের প্রতিনিধিদের

  জাককানইবি এলাকায় লাগামহীন ভাড়ায় ভোগান্তিতে শিক্ষার্থীরা

  আমিনবাজারে ছয় শিক্ষার্থীকে হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড, ১৯ জনের যাবজ্জীবন

  আলীকদমে নির্বাচনী সহিংসতা মামলায় ১৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

  আলেশা মার্টের কার্যক্রম বন্ধ ঘোষণা