Alexa
মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১

সেকশন

 

আরিয়ানের জামিন শুনানি আজ, জামিন আটকাতে লড়বে এনসিবি

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১১:৩৮

আরিয়ান খান। ছবি: ইনস্টাগ্রাম বলিউড তারকা শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিন শুনানি আজ। এদিকে জামিন শুনানিতে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) বলছে আরিয়ান কারাগারে রাখতে কঠোর লড়াই করবে এজেন্সি। এমন পরিস্থিতিতে আদালতের রায় কোনদিকে যাবে সেটাই আলোচনার বিষয় দাঁড়িয়েছে।

গতকাল বৃহস্পতিবার এনসিবি আরিয়ান খান এবং এই মামলার অন্য সাত আসামির হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল। কিন্তু ‘অস্পষ্ট ভিত্তিতে হেফাজত দেওয়া যাবে না।’ এই মর্মে মুম্বাই আদালত এজেন্সিকে এক্সটেনশন দেয়নি।

ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এনসিবি আরিয়ানকে কারাগারে রাখতে এজেন্সি ‘কঠোর লড়াই’ করবে। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, তারকা এই শিশুটির কাছে বাণিজ্যিক পরিমাণ মাদক ছিলনা এ কারণে ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেতে পারে। এই একই অভিযোগে অভিযুক্ত আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার ক্ষেত্রেও তাই ঘটতে পারে।

আরিয়ান খানের আইনজীবী সতীশ মানেশিন্দে এবং আরবাজের অ্যাডভোকেট তারাক কে সাঈদ নিয়মিত জামিনের জন্য আদালতে আবেদন করেছেন। সে অনুযায়ী আজ বিকেলে জামিনের শুনানি হওয়ার কথা রয়েছে।

একটি জাহাজে থাকা রেভ পার্টির অভিযানে থেকে আটক আরিয়ান খান এবং অন্য আসামিরা বর্তমানে ১৪ দিনের আদালতের হেফাজতে রয়েছে। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আর. এম. নারলিকার এবং বিশেষ এনডিপিএস আদালতে পরবর্তী শুনানির জন্য মামলাটি স্থানান্তর করা হয়েছিল। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

  বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনের তোড়জোড়, ভিকি-ক্যাটরিনার নামে অভিযোগ দায়ের

  জয়িতার দশ বছরে গান ও ফ্যাশন শো

  ক্যাটরিনার বিয়েতে নিরাপত্তার দায়িত্বে সালমানের বডিগার্ড!

  কারিনাকে খোঁজা হয়েছে সবচেয়ে বেশি

  মাইগ্রেশনের দাবিতে নাইটিংগেল শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

  মাইকিং করে গ্রাহক খুঁজছে পল্লিবিদ্যুৎ

  নিউজিল্যান্ড সফরে সাকিবের বিকল্প হচ্ছেন কে

  বঙ্গোপসাগরে ট্রলারডুবির ১২ ঘণ্টা পর এক জেলে উদ্ধার, নিখোঁজ ২০

  মুরাদ ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন

  ফ্যাক্টচেক

  আন্দোলনরত শিক্ষার্থীদের ছবি নিয়ে বিভ্রান্তি