Alexa
বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১

সেকশন

 

নতুন বাড়ি দেখতে এসে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০:২৮

রূপগঞ্জে পুকুরে পড়ে মোদাচ্ছের (২) ও ইয়াসিন (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলার গোলাকান্দাইল কালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বাসিন্দা আব্দুস সালাম শরিয়তপুর জেলার নরিয়া থানার সাত ঘোরিয়াকান্দী এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় ভাড়া থেকে গোলাকান্দাইল কালী এলাকায় নতুন বাড়ি করেন। মঙ্গলবার সপরিবারে নতুন বাড়িতে ওঠেন তাঁরা। সে সময় তাঁদের সঙ্গে আসে আব্দুস সালামের ভায়রা একই এলাকার বিল্লালের ছেলে ইয়াসিন (৪)। এখানে আসার পর তারা মঙ্গলবার সকালে দুজনই পুকুরে পড়ে পানিতে ডুবে মারা গিয়েছে।

আব্দুস সালাম জানান, এখানে নতুন বাড়িতে আসার সময় আমার ভায়রার ছেলে ইয়াসিন আমাদের সঙ্গে আসে। মোদাচ্ছের ও ইয়াসিন দুজনই খেলা করতে গিয়ে ঘরের পাশে ছোট একটা পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায়।

পাশের বাড়ির মোহাম্মদ সুমন বলেন, ‘মোদাচ্ছের মা হঠাৎ তাকে পানি থেকে তুলে চিৎকার দিলে আমরা ছুটে আসি। জানতে পারি আর একজনকে পাওয়া যাচ্ছে না। এ সময় কয়েকজন পানিতে নেমে পড়ে এবং অন্য একজন ইয়াসিন নামে এক শিশুকে পানি থেকে তুলে আনে। পরে দুজনকে ইউএস বাংলা হাসপাতালে নিলে গেলে ডাক্তার দুজনকেই মৃত বলে নিশ্চিত করেন।

শিশুদের লাশ দেশের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে তাঁদের পরিবার।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

  জাল সনদে ১০ বছর ধরে শিক্ষকতার অভিযোগ

  বৃষ্টিতে সরিষার ক্ষতির শঙ্কা

  সুন্দরগঞ্জে সাবেক ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

  মুরাদকে যারা সহযোগিতা করেছে তাদেরও বিচার চাইলেন নজরুল ইসলাম খান

  মিরপুরে ই-কারখানার যাত্রা শুরু

  মুরাদ হাসানের পদত্যাগ যথেষ্ট নয়: মঈন খান

  ভারতে ফের আফস্পা বাতিলের দাবি

  দুদকের মামলায় মানিকগঞ্জ আওয়ামী লীগ নেতা মট্টুসহ দুজন গ্রেপ্তার