রোববার, ০৬ অক্টোবর ২০২৪

সেকশন

 

বাংলাদেশকে কত রানের লক্ষ্য দিতে চায় ভারত, জানালেন জাদেজা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৮

রবীন্দ্র জাদেজা। ছবি: এএফপি ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। সব মিলিয়ে ভারতের লিড হলো ৩০৮ রান। তার আগে প্রথম দিনের ৬ উইকেটে ৩৩৯ রান থেকে আজ আবারও প্রথম ইনিংসে ব্যাটিং নেমেছিল ভারত। আজ ৩৭ রান যোগ করে হারিয়েছে বাকি ৪ উইকেট। অর্থাৎ প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৩৭৬ রান। 

৩৭৬ রানে অলআউট হওয়ার পর ভারত বাংলাদেশকে প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছে ১৪৯ রানে। এরই মধ্যে তিন শ রান ছাড়িয়ে বাংলাদেশকে বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার পথে ভারত। তবে ঠিক কেমন লক্ষ্য সফরকারীদের দিতে চায় ভারত? 

দ্বিতীয় দিনের খেলা শেষে রবীন্দ্র জাদেজা জানালেন, আরও ১২০-১৫০ রান যোগ করতে চান তাঁরা। অভিজ্ঞ অলরাউন্ডার বললেন, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ভালো স্কোর করতে হবে। এখান থেকে আমাদের আরও ১২০-১৫০ রান করতে হবে। তারপর তাদের যত দ্রুত সম্ভব অলআউট করার চেষ্টা করতে হবে। পিচ ব্যাটিংয়ের জন্য খুব ভালো, কিন্তু ফাস্ট বোলারদের জন্য এখানে আলাদা কিছু ছিল।’ 

এরই মধ্যে ভারতের লিড ৩০৮। জাদেজার কথা অনুযায়ী ১২০-১৫০ রান যোগ করলে, বাংলাদেশকে সাড়ে ৪০০ রানের মতো লক্ষ্য ছুড়ে দিতে পারবে ভারত। প্রথম ইনিংসে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত। সপ্তম উইকেটে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ১৯৯ রানের দুর্দান্ত এক জুটি গড়ে দলের ভালো সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জাদেজা। সেঞ্চুরির ইঙ্গিত দিয়েও ফেরেন ৮৬ রানে। 

বল হাতেও জাদেজা প্রয়োজনের সময় ব্রেক-থ্রু এনে দিয়েছেন ভারতকে। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পঞ্চম উইকেটে সাকিব আল হাসান ও লিটন দাস বিপর্যয়ে সামলে রান জুটি বড় করার চেষ্টা করেন। কিন্তু লিটনকে ফিরিয়ে ৫১ রানের জুটি ভাঙেন জাদেজা। তারপর ফেরান সাকিবকেও। 

চারটি উইকেট নিতে পারলে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁবেন জাদেজা। ৩৫ বছর বয়সী এই স্পিনার অবশ্য আশাবাদী কীর্তি অর্জন করতে, ‘পিচ ব্যাটিংয়ের জন্য খুব ভালো। কিন্তু ফাস্ট বোলারদের জন্য এখানে কিছু আছে। কিছু বল সিম করছিল। ফাস্ট বোলাররা পরিশ্রম করতে পারলে উইকেট পেতে পারে। আমার বোলিং নিয়ে খুশি। এই মাঠে তিনশতম টেস্ট উইকেট নেওয়ার দারুণ সুযোগ।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     

    ইংল্যান্ডকে বাগে পেয়েও হারাতে পারল না বাংলাদেশ

    ‘ইংলিশ’ পরীক্ষায় পাস করতে জ্যোতিদের চাই ১১৯ 

    ড্র করে নর্ম হাতছাড়া ফাহাদ-নীড়ের

    এখনো বিপিএলের দলই ঠিক করেনি বিসিবি

    লিভারপুলের কষ্টার্জিত জয়ের ম্যাচে অ্যালিসনের চোট

    সাকিবকে বিপিএলে পাওয়া নিয়ে সংশয়ে রংপুর 

    পানির নিচে দুই শতাধিক গ্রাম

    ‘রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি সমান্তরালে চলবে’

    রিটেইল স্টার্টআপ অ্যাওয়ার্ড পেল ‘ফুডি’

    মাদ্রাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি 

    ৫-৭ আগস্টের মধ্যেই পালিয়েছেন বিগত সরকারের লোকেরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

    বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ২