রোববার, ০৬ অক্টোবর ২০২৪

সেকশন

 

শেষ মুহূর্তে গোল হজম ফয়সালদের

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৭

বাংলাদেশ-ভারতের দুই ফুটবলারের বল দখলের প্রচেষ্টা। ছবি: বাফুফে ৯০ মিনিট পর্যন্ত ভারতকে আটকে রাখতে পারলেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। আজ সাফ অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের কাছে ১-০ গোলে হেরেছে সাইফুল বারী টিটুর দল। 

২২ সেপ্টেম্বর একই মাঠে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে কদিন আগে বাংলাদেশ জাতীয় দল ভুটানের সঙ্গে ঠিক একই সময় গোল খেয়ে হেরেছিল। গতকাল যেন সেই ভূতই ভর করল ফয়সালদের ঘাড়ে।

এ দিন প্রথমার্ধে ম্যাচের পাঁচ মিনিটেই আক্রমণে উঠে বাংলাদেশ। যদিও সেই আক্রমণ ভারতের রক্ষণ দেয়ালে আটকা পড়ে। এরপর থেমে থেমে আক্রমণ চালিয়ে যায় তারা। তবে ম্যাচের সময় যত গড়ায়, নিজেদের গুছিয়ে নেয় ভারত। তাদের বেশ কয়েকটি পাল্টা আক্রমণ বাংলাদেশের ডি-বক্সে ভয় ছড়ায়। তুলনামূলক বিচারে প্রথম ৪৫ মিনিট ভারতের চেয়ে বাংলাদেশই ভালো ফুটবল খেলেছে। কেবল সফলতার নাগালটাই পায়নি ফরোয়ার্ডরা।

দ্বিতীয়ার্ধে আবার ভারত আক্রমণের ধার বাড়িয়ে দেয়। নিয়মিত আক্রমণ চালিয়ে যায় তারা। ৭০ থেকে ৮০—এই ১০ মিনিটে তিন তিনটি দারুণ সুযোগ নষ্ট করে ভারত। যার মধ্যে গোলরক্ষক নাহিদুল ইসলামের দুটি প্রচেষ্টা ছিল দেখার মতো। শেষ দিকে অনেকটাই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। আর ভারত কৌশলটা একটু বদলে নেয়। ক্রমাগত ক্রস দিয়ে গোল আদায় করার চেষ্টা চালিয়ে যায় তারা। সেই পরিকল্পনায় ভারত সফলতাও পায়। ৯১তম মিনিটে সতীর্থের ক্রসে মাথা ঠুকে বল জালে জড়ান সুমিত শর্মা।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     

    ইংল্যান্ডকে বাগে পেয়েও হারাতে পারল না বাংলাদেশ

    ‘ইংলিশ’ পরীক্ষায় পাস করতে জ্যোতিদের চাই ১১৯ 

    ড্র করে নর্ম হাতছাড়া ফাহাদ-নীড়ের

    এখনো বিপিএলের দলই ঠিক করেনি বিসিবি

    লিভারপুলের কষ্টার্জিত জয়ের ম্যাচে অ্যালিসনের চোট

    সাকিবকে বিপিএলে পাওয়া নিয়ে সংশয়ে রংপুর 

    ভিএফএক্সে ভর করে বদলে যাচ্ছে বলিউড

    এসআই নিয়োগ প্রস্তুতির ১২ পরামর্শ

    প্রথমবার ওয়েবে রুবেল সঙ্গে পূজা চেরি

    দুর্গাপূজায় শুভর নতুন গান

    লেখাপড়া ও ফুটবল দুটোতেই ভালো মেহেদী

    স্বল্প খরচে এমবিবিএস পড়ার ৪ দেশ