রোববার, ০৬ অক্টোবর ২০২৪

সেকশন

 

ভারত-বাংলাদেশ সিরিজ লাইভ উপভোগ করা যাবে টফিতে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৮

ভারত-বাংলাদেশ সিরিজ লাইভ উপভোগ করা যাবে টফিতে ক্রিকেট মানেই উত্তেজনা, কষ্টের সঙ্গে আনন্দ। বাংলাদেশের ম্যাচ হলে তো খুঁটিনাটি বিষয়ে নজর রাখা লাগবেই। একটা ক্যাচ মিস বা ছক্কাও যেন চোখ এড়িয়ে যেতে না পারে। ক্রিকেটের প্রতি আমাদের আবেগকে এখন হাতের মুঠোয় নিয়ে এসেছে টফি। ভারত-বাংলাদেশ সিরিজ ২০২৪ যেকোনো জায়গায় বসে উপভোগের সুযোগ করে দিয়েছে। 

এখন শহর-গ্রামজুড়ে ক্রিকেট ভক্তদের একটাই আলোচনার বিষয়, তা হচ্ছে টেস্ট আর টি২০ সিরিজ। আর ক্রিকেটপ্রেমীরা যেন যেকোনো জায়গা থেকে এই সিরিজ উপভোগ করতে পারেন তা নিশ্চিত করতে পুরো সিরিজটি প্রিমিয়াম কনটেন্ট হিসেবে লাইভ স্ট্রিমিংয় করবে ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি। যেকোনো ডিভাইস থেকে ম্যাচ দেখতে বাংলালিংক ব্যবহারকারীরা যথাক্রমে মাত্র ৫৬ টাকা ও ১০৬ টাকা দিয়ে ৭ দিন মেয়াদি ২ জিবি টফি ও ৩০ দিন মেয়াদি ৫ জিবি টফি অফার কেনার সুযোগ পাবেন। 

এ ছাড়া বিকাশ বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে মাত্র ২০ টাকায় ডেইলি (প্রতিদিন) সাবস্ক্রিপশন, ৫০ টাকায় উইকলি (সাপ্তাহিক) সাবস্ক্রিপশন ও ৯৯ টাকায় মান্থলি (মাসিক) সাবস্ক্রিপশন কেনার সুযোগ পাওয়া যাবে। যা এই পুরো সিরিজের জন্য প্রযোজ্য হবে। 

এসব প্যাকেজ শুধুমাত্র ভারত-বাংলাদেশ সিরিজের জন্য প্রযোজ্য, যা ১৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে। এ ছাড়া, ২৭ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট থেকে বিকাশ ব্যবহার করে সাবস্ক্রিপশন নেওয়ার ক্ষেত্রে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। 

এ বিষয়ে টফির ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, ‘ক্রিকেটের সঙ্গে মিশে আছে আবেগ। আমাদের অফিস, বন্ধুদের সঙ্গে স্কুল বা পরিবারের সঙ্গে বাসায়; যেখানেই থাকি না কেন, খেলার সময় আমরা ক্রিকেট থেকে এক সেকেন্ডও চোখ সরাতে চাই না। আমাদের সব গ্রাহক যেন যেকোনো পরিস্থিতিতে ক্রিকেটের সকল খুঁটিনাটি যেকোনো জায়গায় বসে উপভোগ করার সুযোগ পান সে জন্য আমরা টফিতে লাইভ স্ট্রিমিংয় নিয়ে এসেছি।’ 
 
টফিতে বাংলাদেশের খেলার লাইভ অভিজ্ঞতা উপভোগ করতে ক্লিক করুন টফি ওয়েবসাইটে

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     

    রিটেইল স্টার্টআপ অ্যাওয়ার্ড পেল ‘ফুডি’

    ‘কারখানায় যেতে ভয় লাগে’, কেন বললেন প্রাণের মালিক

    ৭ ভঙ্গুর অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশ

    পোশাকশিল্পে অস্থিরতার মধ্যেও পণ্য রপ্তানি বেড়েছে ১৬ শতাংশ

    জাকাত ব্যবস্থা কার্যকর হলে চরম দারিদ্র্যের অবসান হতো: পরিকল্পনা উপদেষ্টা

    লভ্যাংশ বিতরণে অনিয়ম, ১৪ কোম্পানির চেয়ারম্যান-এমডিকে তলব

    পানির নিচে দুই শতাধিক গ্রাম

    ‘রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি সমান্তরালে চলবে’

    রিটেইল স্টার্টআপ অ্যাওয়ার্ড পেল ‘ফুডি’

    মাদ্রাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি 

    ৫-৭ আগস্টের মধ্যেই পালিয়েছেন বিগত সরকারের লোকেরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

    বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ২