রোববার, ০৬ অক্টোবর ২০২৪

সেকশন

 

নিজেদের রেকর্ড ভাঙতে কত দূরে অস্ট্রেলিয়া 

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০

ইংল্যান্ডকে ট্রেন্ট ব্রিজে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ২০২৩-এর ওয়ানডে বিশ্বকাপ থেকে পর্যন্ত টানা ১৩ ওয়ানডে জিতেছে অজিরা।ছবি:  ক্রিকইনফো ক্রিকেটের কত রেকর্ডই তো নিজেদের নামে করে নিয়েছে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি—গত বছর আইসিসির শিরোপা চক্র পূরণ করে অজিরা। এবার অস্ট্রেলিয়ার সামনে তৈরি হয়েছে নিজেদের রেকর্ড ভাঙার সুযোগ। 

ওয়ানডেতে সবশেষ অস্ট্রেলিয়া ম্যাচ হেরেছে গত বছরের ওয়ানডে বিশ্বকাপে। লক্ষ্ণৌতে ২০২৩ সালের ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কাছে অজিরা হেরেছিল ১৩৪ রানে। সেই হারের পর টানা ১৩ ম্যাচ জিতেছে অজিরা। যার মধ্যে রয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জয়। সবশেষ জয় অস্ট্রেলিয়া পেয়েছে গত রাতে নটিংহামের ট্রেন্ট ব্রিজে। ইংল্যান্ডের দেওয়া ৩১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৪৪ ওভারে করেছে ৩ উইকেটে ৩১৭ রান। 

৩৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে অস্ট্রেলিয়া ভাগ বসিয়ে শ্রীলঙ্কার রেকর্ডে। ওয়ানডেতে টানা ১৩ ম্যাচ জয়ের রেকর্ড লঙ্কানরা করেছিল ২০২৩-এর জুন থেকে ২০২৩-এর সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে যে বাছাইপর্ব হয়েছিল, সেটার শিরোপা জিতেছিল লঙ্কানরা। ওয়ানডেতে টানা ২১ ম্যাচ জিতে সবার ওপরে অস্ট্রেলিয়া। রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেনদের নিয়ে গড়া অজিরা ২০০৩ সালে কতটা শক্তিশালী ছিল, সেটা এই সংখ্যা বলে দিচ্ছে। সেই রেকর্ড গড়ার পথেও অস্ট্রেলিয়া পন্টিংয়ের নেতৃত্বে জিতেছিল ওয়ানডে বিশ্বকাপ। 

নিজেদের ২১ বছরের পুরোনো রেকর্ড অস্ট্রেলিয়া ভাঙতে পারবে কি না, সেটা সময়ই বলে দেবে। তবে অজিদের সামনে সুযোগ রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে আরও চার ওয়ানডে খেলবে অজিরা। এই সিরিজের পর অস্ট্রেলিয়া ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। তারপর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে অস্ট্রেলিয়া দুই মাস ব্যস্ত থাকলেও ২০২৫ এর চ্যাম্পিয়নস ট্রফি তো রয়েছেই। ‘পাগলা ঘোড়ার’ মতো ছুটতে থাকা অজিদের কাছে নিজেদের রেকর্ড ভাঙা কি অসম্ভব কিছু!

ওয়ানডেতে টানা ম্যাচ জয়

ম্যাচ            দল                               সময় 
২১           অস্ট্রেলিয়া            জানুয়ারি, ২০০৩ থেকে মে,২০০৩ 
১৩           শ্রীলঙ্কা              জুন, ২০২৩ থেকে সেপ্টেম্বর,২০২৩ 
১৩*        অস্ট্রেলিয়া            অক্টোবর, ২০২৩ থেকে চলছে  
১২        দক্ষিণ আফ্রিকা         ফেব্রুয়ারি, ২০০৫ থেকে অক্টোবর, ২০০৫ 
১২       পাকিস্তান                 নভেম্বর, ২০০৭ থেকে জুন, ২০০৮
১২        দক্ষিণ আফ্রিকা         সেপ্টেম্বর, ২০১৬ থেকে ফেব্রুয়ারি,২০১৭
*নটিংহামে ২০২৪-এর ১৯ সেপ্টেম্বর ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে পর্যন্ত

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     

    ইংল্যান্ডকে বাগে পেয়েও হারাতে পারল না বাংলাদেশ

    ‘ইংলিশ’ পরীক্ষায় পাস করতে জ্যোতিদের চাই ১১৯ 

    ড্র করে নর্ম হাতছাড়া ফাহাদ-নীড়ের

    এখনো বিপিএলের দলই ঠিক করেনি বিসিবি

    লিভারপুলের কষ্টার্জিত জয়ের ম্যাচে অ্যালিসনের চোট

    সাকিবকে বিপিএলে পাওয়া নিয়ে সংশয়ে রংপুর 

    ক্যাম্পাসে গণতন্ত্রচর্চার রাজনীতি চাই

    ব্যবসায় প্রচলিত ৩ অনৈতিকতা

    আটকে গেল সালমান-সামিরার প্রেমকাহিনি

    ভিএফএক্সে ভর করে বদলে যাচ্ছে বলিউড

    এসআই নিয়োগ প্রস্তুতির ১২ পরামর্শ

    প্রথমবার ওয়েবে রুবেল সঙ্গে পূজা চেরি