রোববার, ০৬ অক্টোবর ২০২৪

সেকশন

 

রংপুরে ৫৬ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিফিনে দুধ পাচ্ছে না

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২

ফাইল ছবি ক্লাসের শেষ বেঞ্চের ওপর রাখা বইয়ে মাথা হেলান দিয়ে দুহাতে চেপে বসে আছে জান্নাতুল ফেরদৌস (১১)। পিঠে হাত দিতেই মাথা তুলে তাকায় সে। চোখেমুখে ক্লান্তির ছাপ। চোখ স্থির করে বলে, ‘টাকা নাই, টিফিনে খাই নাই। স্কুলে দুধ দেয়, টিফিনে তা-ই খাই। কিন্তু পাঁচ দিন ধরে স্যারেরা দুধ দেয় না। খিদাতে মাথা ঘুরায়, বইয়ে হেলান দিছি। আর কি আমরা দুধ পাব না?’ 

জান্নাতুল ফেরদৌস রংপুরের তারাগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত মঙ্গলবার বেলা ৩টার দিকে স্কুল ফিডিংয়ের বিষয়ে খোঁজ নিতে গেলে এভাবে কষ্টের কথা বলে সে। 

তারাগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এ বিদ্যালয়কে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হলেও এক সপ্তাহ ধরে দুধ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে টিফিনে অনেক শিক্ষার্থীকে খালি পেটে ক্লাস করতে হচ্ছে। 

কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘নিভৃত পল্লিতে স্কুল। এখানে ৯০ ভাগ দিনমজুর পরিবার। স্কুল মিল্ক ফিডিং চালুর পর আগের থেকে শিক্ষার্থীর উপস্থিতি বেড়েছিল। কিন্তু এক সপ্তাহ ধরে তা বন্ধ থাকায় শিক্ষার্থীরা টিফিনে বাড়ি গিয়ে আর ফিরছে না।’ 

শুধু কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নয়; মিল্ক ফিডিংয়ের আওতায় থাকা রংপুর বিভাগের ৫৬টি বিদ্যালয়ে এক সপ্তাহ ধরে দুধ সরবরাহ বন্ধ রয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠানের দাবি, তাঁরা চার মাস থেকে বিল পাচ্ছেন না। ফলে আর্থিক সংকটের কারণে দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছেন। 

প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, টেন্ডারের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দুধ সরবরাহ আহ্বান করা হলে রংপুর বিভাগের ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুধ সরবরাহের কাজ পান রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিডেট নামের একটি প্রতিষ্ঠান। 
রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিডেটের প্রজেক্ট সুপারভাইজার আতিকুর রহমান বলেন, ‘অর্থের সংকটের কারণে এক সপ্তাহ ধরে দুধ সরবরাহ বন্ধ আছে। কারণ, আমরা তিন-চার মাস থেকে কোনো বিল পাইনি। প্রায় তিন কোটি টাকা বকেয়া থাকায় দুধ সরবরাহ করতে পারছি না।’ 

জানতে চাইলে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) উপপ্রকল্প পরিচালক (ডিপিডি) ডা. হিরন্ময় বিশ্বাস বলেন, ‘দুধ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি আমার জানা নেই। কালকে একজন বলছে। টেকনিক্যাল কারণে দুধ বোধ হয় শট পড়ছে।’ 

বিল বকেয়ার প্রশ্নে হিরন্ময় বিশ্বাস বলেন, ‘অফিশিয়াল জটিলতার কারণে ফান্ড পেতে দেরি হচ্ছে। নতুন অর্থবছরের তিন মাসের বিল পাওনা রয়েছে, আমরা চেষ্টা করছি। ফান্ড অথরাইজড পাইনি, পেলেই তারা বিল পেয়ে যাবে। তাদের দুধ সরবরাহ চালু রাখতে বলেছি।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     

    আটকে গেল সালমান-সামিরার প্রেমকাহিনি

    ভিএফএক্সে ভর করে বদলে যাচ্ছে বলিউড

    দুর্গাপূজায় শুভর নতুন গান

    প্রথমবার ওয়েবে রুবেল সঙ্গে পূজা চেরি

    সংলাপে গুরুত্ব পাবে সংস্কার, পোশাকশিল্প ও আইনশৃঙ্খলা

    ফটিকছড়িতে মডেল স্কুলের জসিমের ‘মডেল দুর্নীতি’

    ক্যাম্পাসে গণতন্ত্রচর্চার রাজনীতি চাই

    ব্যবসায় প্রচলিত ৩ অনৈতিকতা

    আটকে গেল সালমান-সামিরার প্রেমকাহিনি

    ভিএফএক্সে ভর করে বদলে যাচ্ছে বলিউড

    এসআই নিয়োগ প্রস্তুতির ১২ পরামর্শ

    প্রথমবার ওয়েবে রুবেল সঙ্গে পূজা চেরি