রোববার, ০৬ অক্টোবর ২০২৪

সেকশন

 

এক চোখেই বৈষম্যবিহীন দেশ দেখতে চায় নাহাদ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪০

নাহাদ হাসান। ছবি: সংগৃহীত বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়নের চোপিনগর ঠাকুরপাড়া গ্রামের কবির হোসেন ও নাজমা বেগম দম্পতির ছেলে নাহাদ হাসান (১৭)। উপজেলার মাদলা ইউনিয়নের নন্দগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সে। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট নাহাদকে নিয়ে অনেক স্বপ্ন রাজমিস্ত্রি বাবা কবিরের। কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে পুলিশের ছোড়া রাবার বুলেট।

বৈষম্যবিরোধী আন্দোলনে অন্যদের সঙ্গে অংশ নিয়েছিল নাহাদও। বুলেট এসে তার ডান চোখে বিদ্ধ হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, বুলেটের অংশ চোখের মণি ভেদ করে ভেতরে আটকে আছে। নাহাদের চোখটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তবে এত কিছুর পরও অপর চোখের আলোয় বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত দেশ দেখতে চায় নাহাদ। 

নাহাদ হাসান জানায়, গত ৪ আগস্ট বিকেলে বগুড়া শহরের সাতমাথা এলাকায় অন্যদের সঙ্গে আন্দোলনে ছিল সে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়লে তা তার ডান চোখে বিদ্ধ হয়। এ সময় অন্য শিক্ষার্থীরা নাহাদকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৫ হাজার টাকা দেন। স্থানীয় সংগঠন দেয় ১৯ হাজার টাকা। এ ছাড়া আত্মীয়-স্বজনের কাছ থেকে আরও ৩ হাজার টাকা সংগ্রহ করে রংপুর চক্ষু হাসপাতালে চিকিৎসা করানো হয়। সেখান থেকে ৭ সেপ্টেম্বর ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয় নাহাদ। ৮ সেপ্টেম্বর তার চোখে অস্ত্রোপচার হয়। 

নাহাদ হাসান বলে, ‘আমার এক চোখ নষ্ট হয়েছে, তাতে দুঃখ নাই। কয়েক বছরের মধ্যে আরেক চোখও নষ্ট হয়ে যেতে পারে বলে ডাক্তারের কাছ থেকে শুনেছি। শত শত মানুষের মৃত্যু হয়েছে, অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে। আমি আমার আরেক চোখ দিয়ে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই।’ 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     

    সংলাপে গুরুত্ব পাবে সংস্কার, পোশাকশিল্প ও আইনশৃঙ্খলা

    মাথাপিছু জিডিপির শুভংকরের ফাঁকি, হাসিনার উন্নয়নের গলাবাজি

    সংস্কারের বড় চ্যালেঞ্জ রাজনীতি

    মব জাস্টিস

    ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়

    সম্পর্কের গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’

    পানির নিচে দুই শতাধিক গ্রাম

    ‘রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি সমান্তরালে চলবে’

    রিটেইল স্টার্টআপ অ্যাওয়ার্ড পেল ‘ফুডি’

    মাদ্রাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি 

    ৫-৭ আগস্টের মধ্যেই পালিয়েছেন বিগত সরকারের লোকেরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

    বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ২