রোববার, ০৬ অক্টোবর ২০২৪

সেকশন

 

যশোরে মোশাররফ হোসেনের বাসভবনে ককটেল বিস্ফোরণ 

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১৬:০১

মোশাররফ হোসেনের বাসভবনের জানালা ভেঙে ফেলে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা  বঙ্গবন্ধুর সহযোদ্ধা, প্রখ্যাত রাজনীতিবিদ, গণপরিষদ সদস্য প্রয়াত অ্যাডভোকেট মোশাররফ হোসেনের বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া তিনটি ককটেল বিস্ফোরণের বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে যশোর শহরের এলাকা। তবে এতে কেউ হতাহত না হলেও মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে শহরের পাইপপট্টি এলাকার বাড়িতে এ ঘটনাটি ঘটে। মোশাররফ হোসেনের জ্যেষ্ঠ পুত্র মারুফ হোসেন খোকন জেলা আওয়ামী লীগের সদস্য। হামলার সময় মোশাররফ হোসেনের ৯২ বছর বয়সী স্ত্রী বেগম নুরুননাহারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরিবারের সদস্যদের ধারণা, গতকাল থমথমে পরিস্থিতির মধ্যে কয়েকজন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান মারুফ হোসেন। সেই কারণে রাজনীতিক দুর্বৃত্তরা এই হামলা করতে পারেন। 

মারুফ হোসেন খোকন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে হঠাৎ করেই তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তখন পরিবারের সকলেই ঘুমিয়ে ছিলাম। দুই-তিন মিনিটের মধ্যে তিনটি ককটেল বিস্ফোরণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। পরিবারের সদস্যদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক। ঘরের ভেতরে অসুস্থ মা ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়েন বেশি।’ 

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পরে দলীয় নেতা-কর্মীদের বাড়িতে যেভাবে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটছে, সেই ধারাবাহিকতায় আমার বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে। আবার ধারণা করছি, গতকাল ১৫ আগস্ট জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বর্তমান পরিস্থিতির মধ্যেও বঙ্গবন্ধুর ম্যুরালে আমরা শ্রদ্ধা জানিয়েছি। সে কারণেই এই হামলা হতে পারে। এই ঘটনায় পুলিশকে জানানো হয়েছে।’ 

ঘটনাস্থলের একটি সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, দুটি মোটরসাইকেলে চারজন এই হামলায় অংশ নেয়। তাদের কারও কারও মাথায় হেলমেট পরা ছিল। কারও মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। পাইপপট্টির সড়ক ঘেঁষে একটি গলিতে ঢুকেই তারা অ্যাডভোকেট মোশাররফ হোসেনের বাসভবনে নিচতলাতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। আরেকটি দ্বিতীয় তলায় জানালাতে ছুড়লে জানালা ভেঙে যায়। 

এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অন্য শুক্রবার ছুটির দিনেও সকাল থেকে দুপুর পর্যন্ত পাইপপট্টি এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা হলেও আজ আতঙ্কের কারণে কেউ দোকান খোলেননি। 

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে জানান, ফোনে খবর পাওয়ার পর ওই রাতেই টহলরত পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ আলামত উদ্ধার করেছে। এই বিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন, অনেকেই এখন আতঙ্কে আছে। ফলে শহরে রাতে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     

    বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ২

    যাত্রী হয়রানির অভিযোগ, রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

    বেনাপোল বন্দরে হাসপাতাল নির্মাণ না হলে রাজস্ব বন্ধের হুমকি

    কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ 

    গাজীপুরে পোশাক শ্রমিকদের উস্কানি: নারীসহ ৭ জন কারাগারে

    চারদিনে তেলবাহী ২ জাহাজে অগ্নিকাণ্ড, নাশকতা বলছে বিএসসি 

    ক্যাম্পাসে গণতন্ত্রচর্চার রাজনীতি চাই

    ব্যবসায় প্রচলিত ৩ অনৈতিকতা

    আটকে গেল সালমান-সামিরার প্রেমকাহিনি

    ভিএফএক্সে ভর করে বদলে যাচ্ছে বলিউড

    এসআই নিয়োগ প্রস্তুতির ১২ পরামর্শ

    প্রথমবার ওয়েবে রুবেল সঙ্গে পূজা চেরি