ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্র দূতাবাসে তিনি সাক্ষাতে যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে মির্জা ফখরুল ছাড়া বিএনপির আর কোনো নেতা ছিলেন না বলেও জানান শায়রুল। সাক্ষাতের আলাপচারিতা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দূতাবাসের চায়ের আমন্ত্রণে বিএনপি মহাসচিব সেখানে যান।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে