শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

সেকশন

 

দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের আহ্বান টিআইবির

আপডেট : ২৭ মে ২০২৪, ০০:১৩

দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের আহ্বান টিআইবির সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্তমূলক জবাবদিহি ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড, সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক ভিসা নিষেধাজ্ঞা এবং সাবেক আইজিপির ব্যাংক হিসাব, স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করার নির্দেশনার পরিপ্রেক্ষিতে গতকাল রোববার এক বিবৃতিতে সরকারের কাছে এই আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সরকার ও ক্ষমতাসীন দল শুধু বিব্রতবোধ থেকে বিভিন্নভাবে দায়সারাভাবে ব্যাখ্যা প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে তা যেমন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না, তেমনি সরকারের জন্যও আত্মঘাতী হবে। এ দেশের জনগণ ইতিমধ্যে এটুকু উপলব্ধি করার মতো সক্ষম যে ব্যাপক আলোচিত তিনটি ঘটনাই কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং উচ্চ পর্যায়ের দুর্নীতি ও দুর্বৃত্তায়নের ব্যাপক প্রাতিষ্ঠানিকীকরণের বহিঃপ্রকাশ, যা হিমশৈলের চূড়ামাত্র।’

বিবৃতিতে সরাসরি দায়ী ব্যক্তিবর্গের পাশাপাশি পরোক্ষভাবে সহায়ক, যোগসাজশকারী, অংশীদারত্বের ফলে লাভবান এবং বিশেষ করে সুরক্ষাকারী মহলকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলেছে, ‘জবাবদিহির আওতায় আনা সম্ভব না হলে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নির্বাচনী অঙ্গীকার আরও এক দফা ফাঁকা বুলি হিসেবেই রয়ে যাবে এবং এ ধরনের দুর্নীতি ও দুর্বৃত্তায়ন ব্যাপকতর ও গভীরতর হবে। যথাযথ প্রক্রিয়ায় অপরাধ প্রমাণ সাপেক্ষে দৃষ্টান্তমূলক জবাবদিহির পাশাপাশি উচ্চ পর্যায়ের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, ‘সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনীর সাবেক প্রধানসহ একজন আইনপ্রণেতার এহেন দায়বদ্ধহীন কর্মকাণ্ড জনমনে সরকার, রাষ্ট্রব্যবস্থা ও শাসনকাঠামো নিয়ে সংশয় ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে, যার বিশ্বাসযোগ্য নিরসন জরুরি।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     

    রাজধানীর মোহাম্মদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা

    আমি মেধার পক্ষেই ছিলাম: রিমান্ড শুনানিতে আদালতে অতিরিক্ত ডিআইজি মশিউর

    নারায়ণগঞ্জে দুর্বৃত্তের মারধরে সাংবাদিক আহত 

    রাজধানীর মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা

    ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা: ৬ শিক্ষার্থীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

    আমি বাঁচতে চাই, আমাকে আপনারা বাঁচান: আন্দোলনে পা হারানো ইমরান

    এখন একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেছে: ফরহাদ মজহার

    ট্রেনের নিচে ঝাঁপ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার, দ্বিখণ্ডিত লাশের পাশে সুইসাইড নোট

    রাজধানীর মোহাম্মদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা

    ফেরার সময় ফুল নিয়ে ফিরতে পারলেই সফলতা: নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য 

    রাশিয়ার সবচেয়ে ধনী নারীর কাছে স্বামী এখন শত্রু

    সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি পার, বৃষ্টি কবে জানাল আবহাওয়া অধিদপ্তর