শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

সেকশন

 

শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান হলেন প্রতিমন্ত্রী রুমানার বড় ভাই

আপডেট : ২২ মে ২০২৪, ১০:০৪

জামিল হাসান দুর্জয় (বাঁ থেকে), নাসির মোড়ল ও সানজিদা রহমান। ছবি: সংগৃহীত গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জামিল হাসান দুর্জয়। তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই। 

গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে ১৪৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

ঘোষিত ফলাফল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয় ঘোড়া প্রতীক নিয়ে ৭০ হাজার ১৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল জলিল আনারস প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৫৩২ ভোট। 

নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কারণে নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বাতিল করে। প্রচার-প্রচারণার শেষ দিনে উচ্চ আদালত থেকে তিনি প্রার্থিতা ফিরে পান। 

এ ছাড়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নাসির মোড়ল। তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বই প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪ হাজার ৫৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আহসানউল্লাহ উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৭৩৫ ভোট। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সানজিদা রহমান। তিনি সেলাই মেশিন প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৯২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হালিমা খাতুন মৌসুমি কলস প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮১৮ ভোট।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     

    মদ খেয়ে মন্দিরে দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে অসদাচরণ, ১ ব্যক্তির কারাদণ্ড

    মতলবে মেঘনার বালু অবৈধভাবে উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

    নবাবগঞ্জে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দুই বেয়াইয়ের মৃত্যু

    নলডাঙ্গায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু 

    প্রবাসে মাংকি পক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামালের লাশ বিধি মেনে দাফন

    শরণখোলায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু 

    বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৫৫ জনের চাকরি

    মদ খেয়ে মন্দিরে দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে অসদাচরণ, ১ ব্যক্তির কারাদণ্ড

    চিরকুমার রতন টাটার উত্তরসূরি কে হচ্ছেন

    সাতক্ষীরায় কালীমন্দিরে মোদির উপহারের মুকুট চুরি, ভারতের উদ্বেগ

    মতলবে মেঘনার বালু অবৈধভাবে উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

    নবাবগঞ্জে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দুই বেয়াইয়ের মৃত্যু