রাজধানীর মতিঝিলে এজিবি কলোনির ফুটপাত থেকে অজ্ঞাত (৬৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এজিবি কলোনির ইসলামী ব্যাংক হাসপাতালের বিপরীত পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী জানান, ‘দুপুরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।’
এসআই আরও জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। এজিবি কলোনি এলাকায় ঘুরে বেড়াতো। ধারণা করা হচ্ছে অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির মরদেহ শনাক্তের জন্য আঙুলের ছাপ নেওয়া হবে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে