শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

সেকশন

 

এক বাইকে পরিবারের ৪ জন, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্ত্রী-সন্তানের

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ২১:১১

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী ও তাঁর ৮ মাস বয়সী ছেলে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই নারীর স্বামী ও দুই বছর বয়সী মেয়ে। তাঁরা গোপালগঞ্জের মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার বড় কুমারদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুমাইয়া আক্তার (৩৫) ও তাঁর ৮ মাস বয়সী শিশুসন্তান মোহাম্মদ মীর। তাঁরা যশোরের লাউনিয়ার সিদ্ধিরপাশা গ্রামের আজমিন মিয়ার স্ত্রী ও সন্তান। একই ঘটনায় আজমিন মিয়া (৪৫) ও তাঁর দুই বছরের মেয়ে ফাতেমা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা বলছে, আজমিন মিয়া তাঁর স্ত্রী ও দুই সন্তান নিয়ে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে নগরকান্দার বড় কুমারদিয়ায় পেছন দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের গোপালগঞ্জের মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং লাশ দুটিকে ভাঙ্গা হাইওয়ে থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে।’

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম জানান, লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     

    রাজধানীর মোহাম্মদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা

    ফেরার সময় ফুল নিয়ে ফিরতে পারলেই সফলতা: নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য 

    আমি মেধার পক্ষেই ছিলাম: রিমান্ড শুনানিতে আদালতে অতিরিক্ত ডিআইজি মশিউর

    ঢাবিতে যুবককে হত্যা: জড়িত থাকলে ছেলের বিচার চান ফিরোজের বাবা-মা

    বগুড়ায় সাবেক যুবদল নেতাকে কুপিয়ে জখম

    নারায়ণগঞ্জে দুর্বৃত্তের মারধরে সাংবাদিক আহত 

    এখন একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেছে: ফরহাদ মজহার

    ট্রেনের নিচে ঝাঁপ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার, দ্বিখণ্ডিত লাশের পাশে সুইসাইড নোট

    রাজধানীর মোহাম্মদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা

    ফেরার সময় ফুল নিয়ে ফিরতে পারলেই সফলতা: নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য 

    রাশিয়ার সবচেয়ে ধনী নারীর কাছে স্বামী এখন শত্রু

    সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি পার, বৃষ্টি কবে জানাল আবহাওয়া অধিদপ্তর