রোববার, ০৬ অক্টোবর ২০২৪

সেকশন

 

কাশ্মীরে নৌকা ডুবে নিখোঁজ ১৫

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১২:০৮

ঝিলাম নদীতে নৌকা ডুবে অন্তত ১৫ জন নিখোঁজ হয়েছেন। ছবি: সংগৃহীত ভারতের কাশ্মীরে নৌকা ডুবে অন্তত ১৫ জন নিখোঁজ হয়েছে। কেন্দ্রশাসিত কাশ্মীরের ঝিলাম নদী পার হতে গিয়ে নৌকাটি ডুবে গেলে নিখোঁজ হয় ওই ১৫ জন। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও আছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় আজ সকালের দিকে কাশ্মীরের শ্রীনগরের ঝিলাম নদী পার হতে গিয়ে নৌকাটি ডুবে যায়। এতে বেশ কয়েকজন শিশুও ছিল। শিশুরা স্কুলে যাচ্ছিল নৌকাটিতে করে। সব মিলিয়ে নৌকাটিতে থাকা ১৫ জনই নিখোঁজ হয়েছে। 

কাশ্মীর কর্তৃপক্ষের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘বেশ কয়েকটি শিশুসহ অন্তত ১৫ জনের মতো নিখোঁজ হয়েছে এ দুর্ঘটনায়।’ উল্লেখ্য, কাশ্মীরের কর্মকর্তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলা নিষিদ্ধ। 

হিমালয় পর্বতমালার পাদদেশে কাশ্মীর উপত্যকায় টানা কয়েক দিনের বৃষ্টির কারণে ঝিলাম নদী বর্তমানে টইটম্বুর অবস্থায় আছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নৌকাটি নিয়ন্ত্রণ করতে দাঁড় ব্যবহার করা হলেও তীব্র স্রোতের কারণে তা কাজে আসেনি। নৌকাটি ভেসে গেছে। 

শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেট বিলাল মহি-উদ-দীন ভাট বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি।’ 

কাশ্মীরের বিভিন্ন অংশেই স্থানীয়রা দীর্ঘ ট্রাফিক জ্যাম এড়াতে প্রায়ই নদী পার হতে নৌকাকে বেছে নেন এবং এর ফলে প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। এ ছাড়া, কাশ্মীরের মাটি শক্ত হওয়ায় বৃষ্টির মৌসুমে পিচ্ছিল রাস্তার কারণেও অনেক দুর্ঘটনা ঘটে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     

    হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে হারতে যাচ্ছে বিজেপি: বুথফেরত জরিপ

    ছত্তিশগড়ে ৩৬ মাওবাদী নিহত 

    বাংলাদেশে মূর্তি ভাঙা নিয়ে উদ্বেগ, ৯ বছর পর পাকিস্তান যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

    ছত্তিশগড়ে পুলিশের গুলিতে অন্তত ২৮ নকশাল নিহত

    ভারতে চারতলা থেকে কেন ঝাঁপ দিলেন ডেপুটি স্পিকার ও ৩ বিধায়ক

    ২২ বছর পর বাবার খুনিকে একইভাবে খুন করলেন পুত্র

    মানুষের উদ্বেগ কাটছে না

    সাক্ষাৎকার

    ক্যাম্পাসে গণতন্ত্রচর্চার রাজনীতি চাই

    ব্যবসায় প্রচলিত ৩ অনৈতিকতা

    আটকে গেল সালমান-সামিরার প্রেমকাহিনি

    ভিএফএক্সে ভর করে বদলে যাচ্ছে বলিউড

    এসআই নিয়োগ প্রস্তুতির ১২ পরামর্শ