শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

সেকশন

 

পাঁচ ব্যাংকেই আপাতত থামছে একীভূতকরণ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১২:০৪

পাঁচ ব্যাংকেই আপাতত থামছে একীভূতকরণ পদ্মা, বেসিক, বিডিবিএল, রাকাবের পর এবার ইউসিবির সঙ্গে ন্যাশনাল ব্যাংককে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত মঙ্গলবার ইউসিবি ব্যাংক কর্তৃপক্ষকে ডেকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে পাঁচ ব্যাংকের আবেদন বাংলাদেশ ব্যাংকে এসেছে। এর বাইরে আপাতত আর কোনো ব্যাংকের আবেদন গ্রহণ করা হবে না। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ব্যাংক একীভূতকরণের যে পাঁচটি প্রস্তাব পাওয়া গেছে, এর বাইরে আপাতত নতুন কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না। এসব ব্যাংকের একীভূতকরণ সম্পন্ন হওয়ার পর অভিজ্ঞতার আলোকে নতুন করে প্রস্তাব নেওয়া হবে।

একীভূতকরণের সঙ্গে জড়িত বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারি-বেসরকারি মিলে পাঁচটি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। গভর্নর দেশে ফিরলে নতুন করে প্রস্তাব নেওয়া হতে পারে।

এদিকে ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তাদের অনুপস্থিতিতেই ইউসিবিকে ব্যাংকটি একীভূত করার বিষয়ে উদ্যোগ গ্রহণের পরামর্শ দেয় বাংলাদেশ ব্যাংক। ন্যাশনাল ব্যাংককে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখনো কিছু জানানো না হলেও ন্যাশনাল ব্যাংকের পর্ষদে এ নিয়ে আলাপ-আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে।

এ নিয়ে গত এক মাসে সরকারি-বেসরকারি মিলিয়ে পাঁচটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। সর্বশেষ ইউসিবি ও ন্যাশনাল ব্যাংকের একীভূতকরণের সিদ্ধান্ত হয়। যে পাঁচটি ব্যাংকের একীভূত হওয়ার সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে সোনালী ব্যাংকের সঙ্গে বিডিবিএল, কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব এবং সিটির সঙ্গে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বেসরকারি এক্সিমের সঙ্গে পদ্মা ও ইউসিবির সঙ্গে ন্যাশনাল ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     

    ঢাকায় জমে উঠছে এশিয়ান পর্যটন মেলা

    সরকারের বেঁধে দেওয়ার পরেও ডিমের দাম বাড়ল ডজনে ১০ টাকা

    ভারত-বাংলাদেশ সিরিজ লাইভ উপভোগ করা যাবে টফিতে

    আর্থিক প্রতিষ্ঠানেও আস্থা নেই গ্রাহকদের

    ইলেকট্রো মার্ট এখন চট্টগ্রামের চকবাজারে

    ডিজিটাল চ্যানেলে উপবৃত্তি বিতরণ সহজ করতে ব্র্যাক ব্যাংকের ত্রিপক্ষীয় চুক্তি

    এখন একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেছে: ফরহাদ মজহার

    ট্রেনের নিচে ঝাঁপ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার, দ্বিখণ্ডিত লাশের পাশে সুইসাইড নোট

    রাজধানীর মোহাম্মদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা

    ফেরার সময় ফুল নিয়ে ফিরতে পারলেই সফলতা: নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য 

    রাশিয়ার সবচেয়ে ধনী নারীর কাছে স্বামী এখন শত্রু

    সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি পার, বৃষ্টি কবে জানাল আবহাওয়া অধিদপ্তর