শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

সেকশন

 
ফ্যাক্টচেক

কাতারে ভারতীয় পেঁয়াজ নিষিদ্ধের খবর ভাইরাল, যা জানা গেল

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৪:৪২

বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভারতীয় পণ্য বয়কটের প্রচার চলছে। এই প্রচারে ভারতীয় পণ্যসহ দেশটিকে ‘বয়কট’–এর আহ্বান জানিয়ে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চলছে। এ নিয়ে ফেসবুকে তৈরি হয়েছে বিভিন্ন গ্রুপ, পেজ। প্রায় ৮০ হাজার সদস্যের ‘বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস’ নামের এমন একটি গ্রুপে গত ৬ এপ্রিল ‘মায়ের দোয়া’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করে দাবি করা হয়, মধ্যপ্রাচ্যের দেশ কাতার ভারতীয় পেঁয়াজসহ কিছু কাঁচা পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। কাতার ভারতীয় পেঁয়াজসহ কিছু কাচা পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: ফেসবুক পোস্টটিতে আজ রোববার (৮ এপ্রিল) রাত ৮টা পর্যন্ত প্রায় সাড়ে ৫ হাজার রিয়েকশন পড়েছে। পোস্টটি শেয়ার হয়েছে ২০০–এর বেশি। 

একই তথ্য সংবলিত আরেকটি পোস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নাম ও ছবি ব্যবহার করে খোলা ৩ লাখ ১৭ হাজার সদস্যের আরেকটি গ্রুপ থেকেও ভাইরাল হতে দেখা গেছে। পোস্টটি দেওয়া হয় বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার নামে খোলা একটি ফেসবুক পেজ থেকে। পেজটিতে ফলোয়ার আছে ২৪৮ জন। এটি গত ২০ মার্চ খোলা হয়েছে। ভারতীয় পেঁয়াজসহ কিছু কাঁচা পণ্যের ওপর কাতারের নিষেধাজ্ঞা দেওয়ার দাবিতে পেজটি থেকে দেওয়া পোস্টটি প্রায় ৪০০ শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে সাড়ে ৩ হাজারের বেশি। 

দাবিটির সত্যতা যাচাইয়ে ভাইরাল পোস্টগুলো যাচাই করে দাবির পক্ষে কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি। 

পরে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে কাতার ভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম কাতার ট্রিবিউনের অনলাইন সংস্করণে গত ২৫ মার্চ ভারতের পেঁয়াজ রপ্তানি নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনটিতে বলা হয়, পেঁয়াজ রপ্তানি আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর ডিজিএফটি এ বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে। গত ৮ ডিসেম্বর থেকে বিশ্বের সর্ববৃহৎ পেঁয়াজ রপ্তানিকারক দেশটি এ পণ্য রপ্তানি স্থগিত রেখেছিল। সেই সময়ের ঘোষণা অনুযায়ী, গত ৩১ মার্চ পর্যন্ত রপ্তানিতে নিষেধাজ্ঞা ছিল। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এখন নতুন করে অনির্দিষ্টকালের জন্য রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ডিজিএফটি। 

প্রতিবেদনটিতে কাতারের ভারত থেকে পেঁয়াজসহ কাঁচা পণ্য আমদানি নিষিদ্ধ করার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাসঙ্গিক অন্যান্য কি–ওয়ার্ড অনুসন্ধানেও কাতারের ভারতীয় পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। কাতারের বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচের দাম। ছবি: কাতারের বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় পরে দাবিটি প্রসঙ্গে অধিকতর অনুসন্ধানে কাতারের বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইট খুঁজে দেখে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।

ওয়েবসাইটে ভারত থেকে পেঁয়াজ বা অন্য কোনো পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। ওয়েবসাইটটিতে আমদানি পণ্যের মূল্য তালিকা দেওয়া আছে। সেখানে আমদানিকৃত সবজি জাতীয় পণ্যের মূল্য সম্পর্কিত অংশে ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ ও কচুর মূল্য উল্লেখ রয়েছে। ভারতীয় লাল পেঁয়াজের নামও তালিকায় রয়েছে, তবে এই পণ্যের বিপরীতে কোনো দাম উল্লেখ নেই। মূল্য তালিকাটি সবশেষ গত ৪ এপ্রিল হালনাগাদ করা হয়েছে। 

আবার আমদানি করা ফলের তালিকাতেও ভারত থেকে আমদানি করা ফলের নাম রয়েছে। এসব ফলের মধ্যে রয়েছে— কলা, ডালিম ও আঙুর। 

ভারতীয় সবজির মূল্য তালিকায় লাল পেঁয়াজের দাম উল্লেখ না থাকার একটি কারণ হতে পারে, ভারত সরকারের পেঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা।

অর্থাৎ, ভারতের পেঁয়াজসহ কাঁচা পণ্য আমদানিতে কাতারের নিষেধাজ্ঞা দেওয়ার দাবিটি সঠিক নয়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
    ফ্যাক্টচেক

    বোরকা পরা শেখ হাসিনাকে দেখা গেল দুবাইয়ে! ভাইরাল ভিডিওটির সত্যতা জানুন 

    ফ্যাক্টচেক

    ঢাকার দোহারে প্রতিমা ভাঙার পুরোনো ভিডিও দিয়ে এক্স–ফেসবুকে অপপ্রচার

    ফ্যাক্টচেক

    গরু চুরির আসামি সাকিব–মাশরাফি!— ফেসবুকে ভাইরাল হওয়া মামলাটি কে করল

    ফ্যাক্টচেক

    আয়নাঘর গুজব ছিল—এমন মন্তব্য করেননি গুম কমিশনের চেয়ারম্যান

    ফ্যাক্টচেক

    ‘হাইকমিশনারের চিকিৎসা বিলাস’ নিয়ে সংবাদ প্রকাশের জেরে আজকের পত্রিকার নামে অপপ্রচার

    ফ্যাক্টচেক

    নরেন্দ্র মোদির সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক! এমন খবর ছাপেনি আনন্দবাজার 

    অ্যান্ড্রয়েড অ্যাপেই গেম বিক্রি করবে এক্সবক্স

    রয়টার্সের প্রতিবেদন

    বিদ্যুতের দাম নিয়ে আপত্তি থাকলেও আদানির সঙ্গে চুক্তি বাতিল হচ্ছে না

    দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার

    বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৫৫ জনের চাকরি

    মদ খেয়ে মন্দিরে দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে অসদাচরণ, ১ ব্যক্তির কারাদণ্ড

    চিরকুমার রতন টাটার উত্তরসূরি কে হচ্ছেন