শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

সেকশন

 

তোশাখানা মামলায় ইমরান খান ও বুশরা বিবির দণ্ড স্থগিত

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৭:৩১

ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি। ছবি: সংগৃহীত তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির দণ্ড স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। আজ সোমবার ইমরান খান ও তাঁর স্ত্রীকে ১৪ বছর করে যে দণ্ড দেওয়া হয়েছিল, তা স্থগিত করার নির্দেশ দিয়েছেন আদালত। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক, বিচারপতি মিয়া গুলহাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ ইমরান খানের পক্ষ থেকে তোশাখানা মামলার দণ্ডাদেশের বিরুদ্ধে করা একটি আপিলের শুনানি শেষে এই নির্দেশ দেন। আদালতে ইমরান খানের আপিলের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার আলী জাফর। এ ছাড়া সরকারের পক্ষ থেকে কৌঁসুলি হিসেবে উপস্থিত ছিলেন আমজাদ পারভেজ। তবে শুনানির সময় ইমরান খান বা তাঁর স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন কি না তা জানা যায়নি।

চলতি বছরের ৩১ জানুয়ারি ইসলামাবাদের দুর্নীতিবিরোধী বিশেষ আদালত ইমরান খান ও তাঁর স্ত্রীকে এই কারাদণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি আদালত ইমরান খান ও তাঁর স্ত্রীকে পরবর্তী ১০ বছরের জন্য যেকোনো রাষ্ট্রীয় পদে দায়িত্ব পালনের অযোগ্য বলে ঘোষণা দেন এবং প্রায় ৭৯ কোটি পাকিস্তানি রুপি জরিমানা দেওয়ারও নির্দেশ দেন।

পরে ১ ফেব্রুয়ারি আরেকটি আদালত ইমরান খান ও বুশরা বিবির বিয়ে-সংক্রান্ত ইদ্দত মামলায় এই দুজনকে আরও সাত বছর করে কারাদণ্ড দেন। এই দুই মামলারও আগে, সাইফার মামলায় ইমরান খান ও তাঁর সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়।

গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো অভিযোগ আনে যে ইমরান খান সৌদি যুবরাজের কাছ থেকে প্রাপ্ত এক সেট গয়নার দাম কম করে দেখানো হয়েছে অভিযোগ এনে নতুন মামলা দায়ের করে। পরে চলতি বছরের জানুয়ারিতে ইমরান খান ও তাঁর স্ত্রীকে এই মামলায় অভিযুক্ত করে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     

    পাকিস্তানে কয়লাখনিতে সশস্ত্র হামলায় নিহত ২০ 

    বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের প্রতি অনলাইন বিদ্বেষ বাড়ছে যুক্তরাষ্ট্রে 

    করাচি বিমানবন্দরে বিস্ফোরণ নিহত ৩

    অশান্তি সৃষ্টির অভিযোগে পাকিস্তানে প্রখ্যাত পশতু অধিকার গোষ্ঠী নিষিদ্ধ

    পশ্চিমবঙ্গে নয় বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা 

    পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ছয় সেনা নিহত 

    দুর্গাপূজায় অন্তর্বর্তী সরকারই সর্বোচ্চ বরাদ্দ দিল: স্বরাষ্ট্র উপদেষ্টা 

    নোবেল শান্তি পুরস্কার পেল জাপানের সংগঠন নিহন হিদাঙ্কিও

    মা ইলিশ রক্ষায় ২১ দিন মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ