শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

সেকশন

 

বাবার আদেশ ‘অমান্য’ করে মার্কেজের শেষ উপন্যাস প্রকাশ করলেন ছেলে 

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৬:০৫

মৃত্যুর এক দশক পর প্রকাশিত হলো মার্কেজের শেষ উপন্যাস। ছবি: সংগৃহীত নোবেল বিজয়ী সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তাঁর ছেলেদের বলে গিয়েছিলেন, তাঁর শেষ লেখা যেন প্রকাশ করা না হয়। এমনকি মার্কেজ চেয়েছিলেন, তাঁর সেই উপন্যাসের পাণ্ডুলিপি ধ্বংস করা হোক। কিন্তু বাবার সেই আদেশ মানেননি ছেলে। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মার্কেজের শেষ লেখা উপন্যাস ‘আনটিল আগস্ট’ প্রকাশ করেছেন তাঁরা।

মার্কেজ মারা গেছেন এক দশক হয়ে গেল। মৃত্যুর আগে তিনি স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া রোগে ভুগছিলেন। তবে লেখা বন্ধ করেননি। সে সময়ও তিনি একটি উপন্যাস লিখেছিলেন, তবে তা প্রকাশ করেননি। উল্টো ছেলেদের বলেছিলেন, তাঁর সেই পাণ্ডুলিপি ধ্বংস করা হোক।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কেজের ছেলেরা তাঁদের বাবার আদেশ অমান্য করার বিষয়টিকে তাঁর সঙ্গে ‘বিশ্বাসঘাতকতার’ সঙ্গে তুলনা করেছেন। তবে তাঁরা ‘আনটিল আগস্ট’ নামে বইটি প্রকাশ করতে পেরে বেশ আনন্দিতও।

মার্কেজের লেখা শেষ উপন্যাস ‘আনটিল আগস্ট’ এখন পর্যন্ত পাঠকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সাহিত্য সমালোচক লুসি হিউ-হ্যালেট এই উপন্যাসকে ‘একটি সাধারণ খসড়া’ বলেই আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘এই খসড়া বেশ অস্পষ্ট এবং আর দশটা খসড়ার মতোই ত্রুটিপূর্ণ।’

লুসি আরও বলেছেন, ‘তবে তাঁর মতো একজন কুশলীর কাছ থেকে এই অস্পষ্ট খসড়াও স্বাগত।’ পুরো উপন্যাসের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘১০০ পৃষ্ঠার বইটি একটি বিবর্ণ স্মারকের মতো। চটকদার কিন্তু অসাধারণ পরাবাস্তব জগতের সঙ্গে এর সংযোগের জন্য এটি মূল্যবান। মার্কেজ তাঁর জীবনের সবচেয়ে দারুণ সময়ে যে ধরনের সৃষ্টিশীলতা দেখিয়েছেন, এটি তার মতোই।’

কলাম্বিয়ার লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ২০১৪ মারা যান। তিনি তাঁর রচনায় জাদুবাস্তবতা ব্যবহারের মুনশিয়ানার জন্য ব্যাপকভাবে পরিচিত। তাঁর লিখিত বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে ‘নিঃসঙ্গতার ১০০ বছর’, ‘কলেরার দিনগুলিতে প্রেম’। তাঁর এই বই দুটি সারা বিশ্বে ৫ কোটি কপির বেশি বিক্রি হয়েছে।

নিজের বাবার শেষ ইচ্ছার অবাধ্য হয়ে বই প্রকাশের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে গঞ্জালো গার্সিয়া বার্সা বিবিসিকে বলেছেন, ‘লেখক তাঁর কাজ মূল্যায়ন করার অবস্থায় ছিলেন না। কারণ তিনি কেবল তাঁর ত্রুটিগুলোই দেখতে পেতেন। কিন্তু সেখানে থাকা চমৎকার বিষয়গুলো তিনি সে সময় দেখতে পাননি।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     

    লিখতে ভুলে গিয়েছিলেন সাহিত্যে নোবেল পাওয়া হান কাং

    সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাং

    দশম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় লেখা ও চিত্রকর্ম আহ্বান

    গণহত্যার সমর্থকদের গণ আদালতে বিচারের দাবি উদীচীর

    ৩১টি সংগঠন মিলে ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য’, ১১ দফা প্রস্তাব

    জাতীয় কবিতা পরিষদ পুনর্গঠনে ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

    মদ খেয়ে মন্দিরে দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে অসদাচরণ, ১ ব্যক্তির কারাদণ্ড

    চিরকুমার রতন টাটার উত্তরসূরি কে হচ্ছেন

    সাতক্ষীরায় কালীমন্দিরে মোদির উপহারের মুকুট চুরি, ভারতের উদ্বেগ

    মতলবে মেঘনার বালু অবৈধভাবে উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

    নবাবগঞ্জে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দুই বেয়াইয়ের মৃত্যু

    মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের কী ‘গোপন সতর্কবার্তা’ দিল ইরান