শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

সেকশন

 

তামিম-মুশফিকদের জন্য যেকোনো ‘চ্যালেঞ্জ’ নিতে রাজি মিরাজ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২০

এবারের বিপিএলে সাত নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং করেছেন মেহেদী হাসান মিরাজ। ফাইল ছবি আন্তর্জাতিক ক্রিকেটে, বিশেষ করে ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ বেশিরভাগ সময় ব্যাটিং করেছেন ৭ বা ৮ নম্বরে। কখনো কখনো ওপেনিং, মিডল অর্ডারেও ব্যাট করতে হয়েছে। পজিশন বদলানো হলেও তিনি কখনো কখনো চ্যালেঞ্জ উতড়াতে পেরেছেন। বাংলাদেশ জাতীয় দলের মতো বিপিএলেও এমন ঘটনা ঘটছে তাঁর সঙ্গে। 

তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মিরাজ—তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া ফরচুন বরিশাল এখন পর্যন্ত খেলেছে ৫ ম্যাচ। মিরাজ খেলেছেন ৫ ম্যাচেই। এই ৫ ম্যাচে তিনি ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ৪ ম্যাচে। ২৩.৩৩ গড়ে করেছেন ৭০ রান। স্ট্রাইকরেট ১৭০.৭৫। তাকে ব্যাটিং করতে হয়েছে তিনটি ভিন্ন ভিন্ন পজিশনে। ওপেনিং ও তিন নাম্বার—এই দুই পজিশনে ব্যাটিং করেছেন এক ম্যাচ করে। শেষ দুই ম্যাচে ব্যাটিং করেছেন ৭ নম্বরে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে করেছেন ৩৫ ও ১৫ রান। এই দুই ম্যাচে তিনি খেলেছেন ১৬ ও ৬ বল। দলের প্রয়োজনে যেকোনো জায়গায় ব্যাটিং করতে রাজি বলে জানিয়েছেন মিরাজ। সিলেটে আজ সাংবাদিকদের এই অলরাউন্ডার বলেন, ‘একটা জায়গায় ফিক্সড করে দিলে ভালো লাগবে। তবে আমাকে যে বিভিন্ন ভূমিকায় দেওয়া হচ্ছে, হয়তো দলের একটা সমন্বয় আছে। দলের একটা পরিকল্পনা আছে। শেষ দুইটা ইনিংস একই জায়গায় খেলিয়েছে ৭ নম্বরে। হয়তো তারা চিন্তা করেছে, এখানে খেললে আমার জন্য ভালো হবে। দলের জন্য ভালো হবে। ছোট ছোট ইমপ্যাক্ট ইনিংসগুলো গুরুত্বপূর্ণ হবে দলের জন্য। দেখেন যে শেষ দুইটা ইনিংস যেমন ছিল, তাতে নিজের কাছে আমি খুশি। দিনশেষে দল ভালো করলে ভালো লাগে। চেষ্টা করছি নিজেকে মানিয়ে নেওয়ার।’

৭০ রানের মধ্যে ৭ নম্বরেই ৫০ রান করেছেন মিরাজ। তিন নম্বরে নেমে ১৮ বলে করেন ২০ রান। ওপেনিংয়ে এক ম্যাচে গোল্ডেন ডাক মেরেছেন। বিভিন্ন পজিশনে ব্যাটিংয়ের প্রসঙ্গে মিরাজ বলেন, ‘দেখুন একটা জিনিস যে প্রতি ম্যাচেই আমাকে ভিন্ন ভূমিকায় খেলতে হয়েছে। বিভিন্ন পজিশনে খেলতে হয়েছে। বিভিন্ন পজিশনে খেলা একটু কঠিন। প্রত্যেক দিন যখন খেলেন, একেকটা পরিস্থিতি আসে। তারপরও আমার নিজের কাছে ভালো লাগছে। দলের জন্য অবদান রাখতে পেরেছি। সেজন্য আমি খুশি। যদি সুযোগ পাই, দলের জন্য বড় ইনিংস খেলার চেষ্টা করব।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     

    বাংলাদেশকে কত রানের লক্ষ্য দিতে চায় ভারত, জানালেন জাদেজা

    শেষ মুহূর্তে গোল হজম ফয়সালদের

    এসজি বলে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, বললেন তাসকিন

    চারে ৪০১ বুমরার

    রেকর্ড গড়া বোলিং হাসানের, আরও যত কীর্তি চেন্নাই টেস্টে

    ‘একদিন শুনবেন আমিও নেই’

    এখন একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেছে: ফরহাদ মজহার

    ট্রেনের নিচে ঝাঁপ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার, দ্বিখণ্ডিত লাশের পাশে সুইসাইড নোট

    রাজধানীর মোহাম্মদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা

    ফেরার সময় ফুল নিয়ে ফিরতে পারলেই সফলতা: নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য 

    রাশিয়ার সবচেয়ে ধনী নারীর কাছে স্বামী এখন শত্রু

    সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি পার, বৃষ্টি কবে জানাল আবহাওয়া অধিদপ্তর