জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল সোমবার ভোরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন থেকে নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
গতকাল মগবাজারে তার নিজ বাসভবনে ও কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
আজ লালদীঘি মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। বিকেলে রাউজানে শেষ জানাজার পর তাকে দাফন করা হবে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে