শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

সেকশন

 

আরাফাতের ময়দানে খুতবা পাঠকারীর নাম ঘোষণা করল সৌদি আরব

আপডেট : ২২ জুন ২০২৩, ১৬:২৪

আরাফাতের ময়দানে খুতবা পাঠের জন্য নির্বাচিত প্রখ্যাত ইসলামিক স্কলার ইউসুফ বিন সাঈদ। ছবি: সংগৃহীত পবিত্র হজে আরাফাতের ময়দানে খুতবা পাঠকারী নাম ঘোষণা করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। আগামী সপ্তাহের ৯ জিলহজ পবিত্র এই ময়দানে খুতবা পাঠ করবেন প্রখ্যাত ইসলামিক স্কলার ইউসুফ বিন সাঈদ। 

ইউসুফ বিন সাঈদ সৌদি আরবের সর্বোচ্চ ইসলামী কর্তৃপক্ষ সিনিয়র স্কলার কাউন্সিলের একজন সদস্য। আগামী মঙ্গলবার বিশ্ব মুসলিমদের মিলনায়তন আরাফাতে খুতবা দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। এ বছর হজযাত্রীদের সংখ্যা করোনার আগের অবস্থার মতো হবে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে আরাফাতের ময়দানে খুতবার জন্য অতিরিক্ত হিসেবে মাহের আল মুয়াইকলিকে রাখা হয়েছে। তিনি মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম এবং প্রচারক। 

বিন সাঈদ অল্প বয়সেই পবিত্র কোরআনের হাফেজ হন। তিনি রাজ্যের বর্তমান ও সাবেক মুফতিদেরসহ প্রখ্যাত সৌদি আলেমদের কাছে অধ্যয়ন করেছেন। রিয়াদের ফ্যাকাল্টি অব অরিজিন অব রিলিজিয়ন থেকে বিএ পাসও করেছেন। পাশাপাশি তিনি বিশ্বাস এবং আধুনিক বিশ্বাস বিভাগ থেকে এমএ ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তাঁর নামে রয়েছে ৩০টিরও বেশি বই ও গবেষণাপত্র। 

নেতৃস্থানীয় পণ্ডিত সৌদি আরবে চার বছর ধরে ইসলামবিষয়ক উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন পদেও অধিষ্ঠিত হন। তিনি বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধের তত্ত্বাবধান করেছেন। 

এ ছাড়া তিনি মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতে শিক্ষা দিয়েছেন, যা ইসলামের দুটি পবিত্র স্থান। তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন মসজিদে খুতবা দিয়েছেন। 

সৌদি আরব বলেছে, বৈশ্বিক মহামারির কারণে জারি করা পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলো নেওয়া হচ্ছে। এতে আসন্ন হজে অংশ নিতে বিশ্বজুড়ে হজযাত্রীদের সংখ্যার কোনো সীমাবদ্ধতা থাকবে না।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     

    ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব: এমবিএস

    যুদ্ধপরবর্তী গাজা পরিচালনা করবে যৌথ ফিলিস্তিনি কর্তৃপক্ষ: হামাস

    ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ইসরায়েলকে সৌদি আরব-আরব আমিরাতের কড়া বার্তা 

    বিশ্বের প্রথম রোবোটিক হার্ট প্রতিস্থাপন করল সৌদি আরব

    সৌদি চিত্রশিল্পী সাফিয়া বিনজাগরের মৃত্যু

    ভ্রমণ

    সৌদি আরবে বছরে ১০ কোটি পর্যটক, সাত বছর আগেই লক্ষ্য অর্জন

    এখন একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেছে: ফরহাদ মজহার

    ট্রেনের নিচে ঝাঁপ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার, দ্বিখণ্ডিত লাশের পাশে সুইসাইড নোট

    রাজধানীর মোহাম্মদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা

    ফেরার সময় ফুল নিয়ে ফিরতে পারলেই সফলতা: নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য 

    রাশিয়ার সবচেয়ে ধনী নারীর কাছে স্বামী এখন শত্রু

    সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি পার, বৃষ্টি কবে জানাল আবহাওয়া অধিদপ্তর