শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

সেকশন

 

আজকের রাশিফল

আপডেট : ০১ জুন ২০২৩, ০৯:৫৮

আজকের রাশিফল মেষ(২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। বেকারদের অনেকেরই কর্মসংস্থানের সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

বৃষ(২১ এপ্রিল-২১ মে): শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন পরীক্ষায় প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল অর্জনে সক্ষম হবেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকা পয়সা চলে আসতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

মিথুন(২২ মে-২১ জুন): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায়েও অগ্রগতি হবে। বেকারদের কারও কারও বিদেশে যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

কর্কট(২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।

সিংহ(২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কন্যা(২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। দূরের যাত্রা শুভ।

তুলা(২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা রায় আপনার পক্ষে যেতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।

বৃশ্চিক(২৪ অক্টোবর-২২ নভেম্বর): বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

ধনু(২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। চাকরিতে  পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন।

মকর(২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর অপেক্ষা করছে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে।

কুম্ভ(২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

­­­­মীন(১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাওয়া সহজ হবে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     

    দীপ্ত টিভির কর্মকর্তাকে হত্যার পেছনে ‘ফ্ল্যাট নিয়ে বিরোধ’

    জামায়াতের সঙ্গে অন্যদের ঐক্যে বাধা মতাদর্শিক দূরত্ব

    বঙ্গবন্ধু ও ৪ নেতার স্মৃতি নয়, ঢাকার ইতিহাস প্রাধান্য পাবে কারা জাদুঘরে

    দিনে নির্যাতনের শিকার তিনের বেশি কন্যাশিশু

    বিয়ে করলেন শিরিন শিলা

    ‘সী মোরগ’ দিয়ে আজ মঞ্চ খুলছে শিল্পকলার

    নতুন বাংলাদেশে চাঁদাবাজের উত্থান দেখতে চাই না: আতিকুর রহমান

    গাইবান্ধায় চালককে হত্যা করে অটো ভ্যান ছিনতাই

    দুর্গাপূজায় অন্তর্বর্তী সরকারই সর্বোচ্চ বরাদ্দ দিল: স্বরাষ্ট্র উপদেষ্টা 

    এবার নোবেল শান্তি পুরস্কার পেল জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন