রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখে আগুনে ৯টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত সোয়া ৩টার দিকে নিচের বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লংগদু ফায়ার সার্ভিসের দলনেতা মো. সেলিম জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, রেড ক্রিসেন্ট ও জনসাধারণের প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পিটু চৌধুরী বলেন, ‘আমি দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি আগুনে আমার দোকান লাল হয়ে আছে। কোনোমতে প্রাণটা নিয়ে বের হতে পেরেছি।’
মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রশীদ আহম্মেদ সওদাগর বলেন, অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে, প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অনেক ব্যবসায়ী সর্বস্বান্ত হয়ে গেছেন।
লংগদু ফায়ার সার্ভিসের দলনেতা মো. সেলিম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত এসে কাজ শুরু করি। সবার সহযোগিতায় ৪০-৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করছি।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে