বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সেকশন

 

গাজীপুরে জায়েদা-আজমত ছাড়া সকল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আপডেট : ২৬ মে ২০২৩, ২৩:৫৬

বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী জায়েদা খাতুন ও নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমত উল্লা খান ছাড়া অন্য ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মঞ্জুর হোসেন খান। নির্বাচনী আইন অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের (৮ ভাগের ১ ভাগ) কম যদি কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে। 

মঞ্জুর হোসেন খান জানান, ‘নির্বাচনে মোট ৫,৭৫,০৫০ ভোট প্রদান করা হয়েছে। অর্থাৎ কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি ৭১ হাজার ৮৭১ ভোটের চেয়ে কম ভোট পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আটজন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। স্বতন্ত্র জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২,৩৮,৯৩৪ ভোট। আওয়ামী লীগ মনোনীত আজমত উল্লা খান নৌকা মার্কায় পেয়েছেন ২,২২,৭৩৭ ভোট।’ 

মঞ্জুর হোসেন আরও বলেন, নির্বাচনে বিজয়ী প্রার্থী জায়েদা খাতুন ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার আজমত উল্লা খান মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগের বেশি ভোট পেয়েছেন। ফলে তাঁদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে না। কিন্তু মেয়র পদের অপর ৬ প্রার্থী নির্বাচনী আইন অনুযায়ী মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম অর্থাৎ ৭১ হাজার ৮৭১ ভোটের কম পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হবে। 

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম মাছ মার্কা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৭৪ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন লাঙল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৩৬২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৩৫২ ভোট, জাকের পার্টির প্রার্থী মো. রাজু আহাম্মেদ গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২০৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. হারুন-অর-রশীদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪২৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম হাতি মার্কায় পেয়েছেন ২৩ হাজার ২৬৫ ভোট।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    মতিঝিল আইডিয়ালের গভর্নিং বডির সদস্যের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের অভিযোগ

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

    শিবপুরে গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যানের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ

    সংখ্যালঘুদের ক্ষোভ, হতাশা আগামী নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে: রাণা দাশগুপ্ত

    দলে বিশ্বাসঘাতকদের জায়গা হবে না: আজমত উল্লা

    মতিঝিল আইডিয়ালের গভর্নিং বডির সদস্যের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের অভিযোগ

    জ্যৈষ্ঠের গরমে ভোগান্তি বাড়াচ্ছে লোডশেডিং

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক