গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে ডুবে ১৩ মাস বয়সের শিশু মো. আল মামুন মিয়ার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর চেংমারী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আল মামুন পার্শ্ববর্তী কঞ্চিবাড়ি ইউনিয়নের মো. সোহেল রানার ছেলে।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, শিশু মো. আল মামুন মিয়া তাঁর মা আরিফা বেগমের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন বিকেল থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি পরে তাঁর নানা বাড়ির পাশের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির নানার নাম মো. আলিবর মিয়া।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান নানা বাড়িতে বেড়াতে এসে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ’ এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে