বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সেকশন

 

মিরসরাইয়ে ব্যবসায়ীকে গুলি করে প্রায় ১০ লাখ টাকা ছিনতাই 

আপডেট : ২৬ মে ২০২৩, ১৮:৩৯

মিরসরাইয়ে গুলি ও ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী শেখ ফরিদ। ছবি: সংগৃহীত  চট্টগ্রামের মিরসরাইয়ে মুহুরি প্রজেক্ট এলাকায় শেখ ফরিদ নামে এক ব্যবসায়ীকে গুলি করে ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ওচমানপুর ইউনিয়নের কাজী রহমান সড়কের মুখে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,  শেখ ফরিদে উপজেলার ওচমানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আজমপুর বাজারে শেখ ফরিদ মৎস্য প্রকল্প নামে তাঁর একটি মাছের খাবারের দোকান আছে। বৃহস্পতিবার তিনি দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। তার পেটের নিচে ডান পাশে গুলি লেগেছে। 

আহত শেখ ফরিদ আজকের পত্রিকাকে বলেন, ‘দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে মুখোশ পরিহিত ২ জন দুর্বৃত্ত বাজারের পর থেকে আমাকে অনুসরণ করছিল। একপর্যায়ে আমাদের বাড়িতে প্রবেশের সময় রাস্তায় মোটরসাইকেল ঘুরালে তারা আমাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আমি মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যাই। এ সময় তারা আমার সঙ্গে থাকা খাদ্য বিক্রির ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় আমি জোরারগঞ্জ থানায় অজ্ঞাত দুজনকে আসামি করে লিখিত একটি অভিযোগ দিয়েছি।’ 

শেখ ফরিদের ছোট ভাই রবিউল হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা আমার ভাইকে গুলি করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে মুহুরি প্রকল্প এলাকার দিকে পালিয়ে যায়। ঘটনার পর তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু সিংহ ঘটনা নিশ্চিত করে জানান, গতকাল রাত দেড়টা থেকে ২টার মধ্যে শেখ ফরিদকে হাসপাতালে আনা হয়। তাঁর কোমরের একটু ওপরে পেটের ডান পাশে সামান্য কাটার মতো ছিল। গুরুতর কিছু না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় শেখ ফরিদ বাদী হয়ে অজ্ঞাত ২ জনকে আসামি করে থাকায় একটি লিখিত একটি অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির

    শিবপুরে গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যানের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ

    চট্টগ্রামে দিনমজুরকে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

    দাগনভূঞায় বাসের ধাক্কায় শিশু নিহত

    দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত টাঙ্গাইলের যুবক 

    কাঁকরোল চুরির অভিযোগে যুবককে মারধর, বিষপানে মৃত্যু

    জ্যৈষ্ঠের গরমে ভোগান্তি বাড়াচ্ছে লোডশেডিং

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির