বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সেকশন

 

৪০০ প্রজাতির গাছ নিয়ে ময়মনসিংহে মাসব্যাপী বৃক্ষমেলা শুরু

আপডেট : ২৬ মে ২০২৩, ১৫:০৯

শুক্রবার সকালে মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু। ছবি: আজকের পত্রিকা ময়মনসিংহে প্রায় ৪০০ প্রজাতির গাছের চারা নিয়ে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষমেলা। ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) উদ্যোগে টাউন হল প্রাঙ্গণে আজ শুক্রবার সকালে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু।

এই মেলার ২৫টি স্টলে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফলদ, বনজ, পুষ্পজাতীয় ও অর্নামেন্টাল বা সৌন্দর্যবর্ধনকারী গাছের চারাসহ প্রায় ৪০০ প্রজাতির গাছের চারা পাওয়া যাচ্ছে। মেলাটি আগামী ২৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলমান থাকবে।

উদ্বোধনকালে মসিক মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে বৃক্ষের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে প্রতিবছরই ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে বৃক্ষমেলার আয়োজন করা হয়। এ ছাড়া এই আয়োজনের মাধ্যমে উদ্যোক্তারাও যাতে উৎসাহিত হয় এবং তাদের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে।’

মেয়র আরও বলেন, ‘মানুষ এখন বাড়ির ছাদ, আঙিনা, খালি জায়গায় বৃক্ষ রোপণ করছে। এই মেলা এসব উদ্যোগকে আরও বেগবান করবে, যা সবুজ ময়মনসিংহ গড়ায় ভূমিকা রাখবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও সেলিনা আক্তার, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা অসীম সাহা, নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটলিয়নে বদলি মোল্লা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির

    শিবপুরে গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যানের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ

    চট্টগ্রামে দিনমজুরকে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

    দলে বিশ্বাসঘাতকদের জায়গা হবে না: আজমত উল্লা

    জ্যৈষ্ঠের গরমে ভোগান্তি বাড়াচ্ছে লোডশেডিং

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটলিয়নে বদলি মোল্লা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির