মঙ্গলবার, ৩০ মে ২০২৩

সেকশন

 

চিতলমারীতে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে মামলা

আপডেট : ২৫ মে ২০২৩, ২২:৩৪

প্রতীকী ছবি বাগেরহাটের চিতলমারীতে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার ওই পরীক্ষার্থীর বাবা বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলায় নাঈম শেখ নামের এক যুবকসহ তাঁর বাবা ও ভাইকে আসামি করা হয়েছে। পুলিশ অপহৃতকে উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার হিজলা ইউনিয়নের চরলাটিমা গ্রামের অপহৃত মেয়েটি বড়বাড়িয়া জনাব আলী ফকির বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছিল। স্কুলে যাওয়া-আসার পথে বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা গ্রামের মো. হাই শেখের ছেলে নাঈম শেখ তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২৩ মে রাত সাড়ে ৭টার দিকে চরলাটিমা গ্রামের বাড়ি থেকে মেয়েটিকে নাঈম শেখ ও তাঁর সহযোগীরা অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নাঈম শেখ, তার বড় ভাই শিবলী শেখ ও বাবা মো. হাই শেখকে আসামি করে চিতলমারী থানায় অপহরণ মামলা করেছেন।

তবে নাঈম শেখের পরিবারের পক্ষ থেকে এটিকে প্রেমঘটিত ঘটনা বলে দাবি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ অপহৃতকে উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ‘ঘটনার পর থেকে থানা-পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। আমার দ্রুত ওই ছাত্রীকে উদ্ধার করে জড়িতদের গ্রেপ্তার করব।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা: শিক্ষার্থীদের থেকে তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ 

    মালবাহী ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী নিহত

    সিলেটে গণপূর্ত বিভাগের প্রকৌশলীর বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলা

    ক্র্যাচ কার্ড দিয়ে প্রতারণা, ১০ যুবক কারাগারে

    চট্টগ্রামে বিএনপির আহ্বায়কসহ ৬০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

    অশ্লীল ভিডিও বানিয়ে প্রতারণার হুমকি, দুই নারীসহ গ্রেপ্তার ৩ 

    মধ্যরাতে ফাঁস হওয়া রা‌জের ভিডিওতে সুনেরাহ, তিশা

    জাদেজার জাদুতে রোমাঞ্চ জিতে চেন্নাইয়ের পাঁচ

    সিলেটে কিশোরী মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

    সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

    মূলধন ঘাটতিতে আট ব্যাংক

    ‘ডা. জাফরুল্লাহ দেশ ও সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন’