বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সেকশন

 

শিবচরে গোপনে বিয়ে, স্বামীর বাড়ি যেতে চাওয়ায় স্ত্রীকে মারধর

আপডেট : ২৫ মে ২০২৩, ১৮:২২

খালিদ মৃধা। ছবি: সংগৃহীত মাদারীপুরের শিবচরে প্রেম করে বিয়ের পর স্বামীর বাড়ি যেতে চাইলে স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে খালিদ মৃধা নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূর পরিবার শিবচর থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযুক্ত খালিদ মৃধা শিবচরের দ্বিতীয়খণ্ড ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, খালিদ মৃধার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার এক তরুণীর। একপর্যায়ে পরিবারকে না জানিয়ে গত বছরের ২৮ ডিসেম্বর তাঁরা বিয়ে করেন।

এদিকে কয়েক দিন আগে বিষয়টি খালিদের পরিবারে জানাজানি হলে ওই তরুণীর সঙ্গে খালিদের পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে গত সোমবার রাতে মেয়ের দুলাভাইয়ের বাড়িতে বসে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে মারধর করেন খালিদ। পরে তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে স্বজনেরা। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এই ঘটনায় মেয়েটির মা শিবচর থানায় লিখিত অভিযোগ জানান।

ওই তরুণীর মা বলেন, ‘খালিদ আমার মেয়েকে গোপনে বিয়ে করেছে। পরে বাড়িতে উঠিয়ে না নিয়ে মারধর করে তাড়িয়ে দেয়। আমি এ ঘটনার বিচার চাই।’

এ বিষয়ে চেষ্টা করেও খালিদ মৃধার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটির মা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির

    শিবপুরে গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যানের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ

    সংখ্যালঘুদের ক্ষোভ, হতাশা আগামী নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে: রাণা দাশগুপ্ত

    জ্যৈষ্ঠের গরমে ভোগান্তি বাড়াচ্ছে লোডশেডিং

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির