বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সেকশন

 

স্ত্রীর মামলায় চট্টগ্রামে বিএনপির নেতা কারাগারে

আপডেট : ২৫ মে ২০২৩, ১৮:০৬

বিএনপি নেতা আহমদ নুর। ছবি: সংগৃহীত চট্টগ্রামের আনোয়ারায় নারী ও শিশু নির্যাতন মামলায় বিএনপি নেতা আহমদ নুরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তাঁকে হাজির করলে বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দেন। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। আহমদ নুর (৫৫) উপজেলার বটতলী ইউনিয়ন বিএনপি সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ড আইড়মঙ্গল এলাকার মৃত আবদুল মান্নানের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকা থেকে আহমদ নুরকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৫ ফেব্রুয়ারি নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ এনে তাঁর দ্বিতীয় স্ত্রী রিমা আকতার (৩১) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। ওই মামলার পর আদালতের পরোয়ানায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

মামলার বাদী রিমা আকতার আজকের পত্রিকাকে বলেন, ‘আহম্মদ নুরের সংসারে তিন স্ত্রী। তাদের মধ্যে আমি দ্বিতীয়। আট বছর আগে আমাদের বিয়ে হয়। বিয়ের সময় আমার বাবা পাঁচ লাখ টাকা দিয়েছেন ব্যবসা করার জন্য। দুই বছর পর আরও টাকার জন্য আমাকে মারধর শুরু করে। আমাকে ভাড়া বাসায় রেখে কোনো দিন বরণ পোষন দেয়নি, এমনকি বাসা ভাড়াও।’ 

রিমা আরও বলেন, ‘গত ১৩ ফেব্রুয়ারি আমাকে মারধর করে বাসা থেকে বের করে দিলে আমি আদালতে মামলা করি। তৃতীয় স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন কয়েক দিন আগে। আহম্মদ নুরের প্রথম স্ত্রীর দুই মেয়ে, এক ছেলে এবং আমার সংসারেও এক ছেলে রয়েছে। আমি নির্যাতন সহ্য করতে না পেরে আদালতে মামলা করেছি।’ 

আনোয়ারা থানার ওসি মীর্জা মুহাম্মদ হাছান আজকের পত্রিকাকে বলেন, ‘আহম্মদ নুরের বিরুদ্ধে স্ত্রীর নারী ও শিশু নির্যাতন মামলায় আদালত পরোয়ানা জারি করলে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির

    শিবপুরে গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যানের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ

    চট্টগ্রামে দিনমজুরকে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

    জ্যৈষ্ঠের গরমে ভোগান্তি বাড়াচ্ছে লোডশেডিং

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির